মোস্তাফিজের পাশে কে?

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ঈদ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার—
১ / ১১
বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ঘুরতে ভালোবাসেন। ঈদের দিন তাই গাড়ি নিয়ে ঘোরার ফাঁকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। পরিবারের সঙ্গে ঈদ ভালো কাটুক।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১১
ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে অনেক ছবিই ফেসবুকে পোস্ট করেছেন তাসকিন। বাংলাদেশের এই পেসার লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবার প্রার্থনায় আমাদের রাখবেন।’
ছবি: ফেসবুক
৩ / ১১
আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। জৈব সুরক্ষাবলয় থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইটারে ছবি পোস্ট করে রশিদ খান লিখেছেন, ‘জৈব সুরক্ষাবলয় থেকে ঈদ মোবারক। আশা করি, সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ করছেন, আমরা গুজরাট টাইটানসের সঙ্গে ঈদ উপভোগ করছি।’
ছবি: টুইটার
৪ / ১১
পাকিস্তানের পেসার হারিস রউফ তাঁর জাতীয় দল সতীর্থ তারকা পেসার শাহীন আফ্রিদির সঙ্গে এই ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বের আনাচকানাচে যাঁরা আজ এবং গতকাল ঈদ উদ্‌যাপন করছেন তাঁদের সবাইকে ঈদ মোবারক।’
ছবি: টুইটার
৫ / ১১
শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে ও পাকিস্তানি পেসার হারিস রউফ কাউন্টি দল ইয়র্কশায়ারে সতীর্থ। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হারিসের সঙ্গে ছবিটি টুইট করে করুণারত্নে লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে হারিস রউফের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছি। সবাইকে ঈদ মোবারক।’
ছবি: টুইটার
৬ / ১১
পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান আজ ছবিটি টুইট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। আসুন আনন্দ, ভালোবাসা, শান্তি এবং ঈদি সবখানে ছড়িয়ে দিই।’
ছবি: টুইটার
৭ / ১১
ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান ফেসবুকে এ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঈদুল ফিতরের এই সুন্দর দিনে সৃষ্টিকর্তা সবাইকে হাসিখুশি রাখুক। সবাইকে ঈদ মোবারক।’
ছবি: ফেসবুক
৮ / ১১
ভারতের পেসার মোহাম্মদ সিরাজ পরিবারের সঙ্গে এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১১
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ফাস্ট বোলার উমরান মালিক আজ এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১১
পাকিস্তানের পেসার হাসান আলী এই ছবিটি টুইট করে লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।’
ছবি: টুইটার
১১ / ১১
আইপিএলের কারণে দেশের বাইরে ঈদ কাটাচ্ছেন। ভারতে ঈদ কেমন পালন করছেন সেটা জানিয়েছেন এই ছবি দিয়ে। ছবিতে সঙ্গে থাকা মানুষটির পরিচয় অবশ্য দেননি। বলুন তো, তাঁর পাশে কে?
ছবি: টুইটার