ব্যক্তিগত সর্বোচ্চ শীর্ষ পাঁচের চারটিই ওয়েস্ট ইন্ডিয়ানদের। ২০১৮ সালে প্রভিডেন্সে তামিমের অপরাজিত ইনিংস আছে তালিকার তিনে।
ব্যক্তিগত সর্বোচ্চ
ছক্কাতেও ক্যারিবীয় আধিপত্য। ছক্কায় শীর্ষ তিনটি স্থানই ওয়েস্ট ইন্ডিজের। ছক্কার শীর্ষ তিনের কেউ অবশ্য এবারের সিরিজে নেই। আর একটি ছক্কা মারলেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০০ ছক্কার মাইলফলক ছোঁবেন তামিম ইকবাল।
সবচেয়ে বেশি ছক্কা
সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচের সঙ্গে ভাগাভাগি করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শীর্ষ পাঁচে আধিপত্য বাংলাদেশের বোলারদেরই।
সবচেয়ে বেশি উইকেট
ইনিংস–সেরা বোলিংয়ের প্রথম চারটি জায়গাতেই আছে ওয়েস্ট ইন্ডিয়ানদের নাম। বাংলাদেশের কারও ইনিংসে ৫ উইকেট নেই।
ইনিংস-সেরা বোলিং
২০০৬ সালের পর আজই প্রথম মুশফিকুর রহিমকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই সুযোগে দুই দলের ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হচ্ছেন তামিম ইকবাল।