রাবাদার দ্বিতীয় সেরা, সাকিবের প্রথম শূন্য

সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন আফিফ–মিরাজ।ছবি: এএফপি
প্রথম ম্যাচে ইতিহাস–গড়া জয়ের রেশ অনেকটাই কেটে গেছে সিরিজের দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডের গল্প...

১৯৪/৯

২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর কালই প্রথম পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২০০ করতে ব্যর্থ বাংলাদেশ। মাঝের ১৩৫ ম্যাচে পুরো ৫০ ওভার খেলে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ২০৪/৯, ২০১৪ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে।

৮৬

সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের রান। সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ও সব মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ। সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ ২০০৭ বিশ্বকাপে প্রভিডেন্সে মাশরাফি-আশরাফুলের ৫৪।

প্রথম আলো গ্রাফিক্‌স

ওয়ানডেতে তিনবার জুটি গড়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ, তিনবারই ৫০ ছাড়িয়েছে তাঁদের জুটি। তিনটি জুটিই সপ্তম উইকেটে।

প্রথম আলো গ্রাফিক্‌স

৫/৩৪

২০১০ সালের নিউজিল্যান্ড সফরের পর কালই প্রথম দেশের বাইরে ওয়ানডেতে ৩৫ রানের কমে প্রথম ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

২০১০ সালে নিউজিল্যান্ড সফরের পর এই প্রথম দেশের বাইরে ৩৫ রানের কমে ৫ উইকেট হারাল বাংলাদেশ
ছবি: এএফপি

২০০৩ সালের পর এই প্রথম এক পঞ্জিকাবর্ষে একাধিকবার ৩৫ রানের নিচে প্রথম ৫ উইকেট হারাল বাংলাদেশ। এ বছর এর আগে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে পড়েছিল প্রথম ৫ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে আউট হলেন সাকিব
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ ওয়ানডেতে ১৫ বার ব্যাট করে এবারই প্রথম শূন্য রানে আউট হলেন সাকিব আল হাসান।

৭২

আফিফের ইনিংসটি ওয়ানডেতে সাতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ও সব দেশ মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত নম্বরে বাংলাদেশের আগের সর্বোচ্চ ২০১৭ সালে সাব্বির রহমানের ৩৯।

প্রথম আলো গ্রাফিক্‌স

কাগিসোর রাবাদার ৩৯ রানে ৫ উইকেট

• ৮৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দুবার ৫ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা, দুবারই বাংলাদেশের বিপক্ষে। প্রথমবার ২০১৫ সালে মিরপুরে ওয়ানডে অভিষেকে (৬/১৬)।

• বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেরা বোলিং। আগের সেরা রাবাদারই (৬/১৬)।

• মাখায়া এনটিনিকে (১৮) ছাড়িয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট এখন কাগিসো রাবাদার (১৯)।

৩৯ রানে ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা
ছবি: এএফপি

২৬

২৬ বলে অর্ধশতক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ওয়ানডে যা তাঁর দ্রুততম অর্ধশতক। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে কম বলে ৫০ ছুঁয়েছেন শুধু এবি ডি ভিলিয়ার্স। ২০০৮ সালে বেনোনিতে ২৩ বলে।