রাসেল ও জেমি... আমরা একটা দল, বললেন তামিম
এক নেটের পেছনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, আরেক নেটের পেছনে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের আজকের অনুশীলনের এমন ছবি যেন দেশের ক্রিকেটের দুটি সময়কে এক করে দিয়েছিল। আফগানিস্তান সিরিজের প্রস্তুতিতে ডমিঙ্গো প্রথম দিন থেকেই দলের সঙ্গে আছেন। আজ সকালের ফ্লাইটে সিডন্স এসেছেন চট্টগ্রামে। সকাল ১০টায় তিনি বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেন।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন সিডন্স। অস্ট্রেলিয়ান এই কোচের সময়ে জয়ের অভ্যাসটা করতে শিখেছিল বাংলাদেশ। দীর্ঘ এক বিরতি দিয়ে সিডন্স আবারও বাংলাদেশ দলের সঙ্গে। এবার তিনি ব্যাটিং পরামর্শক হিসেবে। ডমিঙ্গোর সঙ্গেই কাজ করবেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে মিলেমিশেই দলের ব্যাটিং শক্তির উন্নয়নে কাজ করবেন সাবেক হেড কোচ।
বাংলাদেশ দলের সঙ্গে নিজের প্রথম কর্মদিবসে অবশ্য খুব একটা সক্রিয় ছিলেন না সিডন্স। ব্যাটসম্যানরা অনুশীলনে কে, কেমন করেন, সেদিকেই তীক্ষ্ণ দৃষ্টি ছিল সিডন্সের। অনুশীলন শেষে অবশ্য ব্যাটসম্যান নাজমুল হোসেনের সঙ্গে মিনিট দশেক কথা বলতে দেখা যায় ডমিঙ্গো-সিডন্সকে। স্পিনের বিপক্ষে সামনের পায়ে খেলার কৌশল নিয়ে তিনজনের আলাপে সিডন্সকে বেশ সক্রিয়ই দেখা গেল।
কাকতালীয়ভাবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই কোচের প্রসঙ্গেই কথা বলছিলেন। তামিমের কথার সঙ্গে নাজমুলের সঙ্গে দুই কোচের ছবিটাও যেন মিলে গেল, ‘রাসেল ও জেমি... আমরা একটা দল। রাসেল হেড কোচ। জেমি ব্যাটিং কোচ হয়ে এখন দলের অংশ। আমার মনে হয় না এটা আলাদাভাবে দেখার দরকার আছে। আমরা সবাই মিলেই বাংলাদেশ দল। ম্যানেজমেন্ট বলুন, খেলোয়াড় বলুন, আমরা সবাই এক। এভাবেই এগোতে চেষ্টা করব। দূরত্ব থাকলে ভালো কিছু হবে না।’
ব্যাটিং কোচ হিসেবে তামিম-সাকিবদের ক্যারিয়ারে সিডন্সের প্রভাব কতখানি—সেটা সবারই জানা। নাজমুল-আফিফরাও তাঁর কাছ থেকে উপকৃত হবে বলে তামিমের ধারণা। তবে কোচের পরামর্শই যে উন্নতির একমাত্র পথ নয়, সেটিই মনে করিয়ে দিলেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘জেমি বাংলাদেশে অনেক বড় প্রভাব রাখতে পারে। তাঁর যে অভিজ্ঞতা বা তাঁর সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা আমাদের আছে... আমি নিশ্চিত তরুণরা এতে অনেক উপকৃত হবে। তবে একজন কোচ ১০টা পথ দেখিয়ে দেবে, আপনার বুঝতে হবে কোন ২-৩টি আপনার কাজে লাগবে। সবকিছু শুনলে কাজ না-ও হতে পারে। নিজের দায়িত্বে বুঝতে হবে কোনটা কাজে লাগবে।’