default-image

জীবনে কখনো করুণ নায়ারকে কোনো ম্যাচে বোলিং করেননি বোল্ট। কিন্তু নেটে প্রতিদিনই করুণকে বোলিং করতে হয় তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই বোল্ট এ সিদ্ধান্তে এসেছেন, ‘আমি কখনো করুণকে ম্যাচে বোলিং করিনি। কিন্তু প্রতিদিনই নেটে ওকে বোলিং করছি রাজস্থান দলে। যে ধরনের বলই ওকে আমি দিই না কেন, সে খেলে দেয় এবং বেশ ভালোই খেলে দেয়। এ থেকে আমার সিদ্ধান্ত হচ্ছে আমার বোলিং সবচেয়ে ভালো খেলে সে-ই।’

করুণ নায়র ভারতীয় দলে খেলেছেন সেই ২০১৭ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালে ধর্মশালায় একটি টেস্টও খেলেছেন। এ মুহূর্তে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—কোনো সংস্করণেই ভারতীয় দলে নেই করুণ। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পাঁচে নেমে ত্রিশক হাঁকিয়েছিলেন তিনি। তাঁর অপরাজিত ৩০৩ রানের ইনিংসে সেবার ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন