অথচ কথা ছিল, মুহূর্তটা আলো ঝলমলে হয়ে উঠবে আনন্দের রোশনাইয়ে। ভারতের হাজারতম ওয়ানডে বলে কথা। ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্ত যে একবারই আসে!

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা ইতিহাসে জায়গা করে নিচ্ছে ভারতীয় ক্রিকেট দলের হাজারতম ওয়ানডে হিসেবে। প্রথম আন্তর্জাতিক দল হিসেবে হাজারতম ওয়ানডে খেলতে নামছে ভারত।

তবে এ মাহেন্দ্রক্ষণ শোকে নীল হয়েছে এক দুঃসংবাদে। যে শোকে কাতর গোটা ভারতই। ৯২ বছর বয়সে আজ সকালে পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। কোকিলকণ্ঠি গায়িকার মহাপ্রয়াণের শোকে কাতর ভারতীয় ক্রিকেট দলও আজ আহমেদাবাদের মাঠে নামবে কালো বাহুবন্ধনী পরে। ভারতের সহস্রতম ওয়ানডে আর লতা মঙ্গেশকরের প্রয়াণের শোক এখন মিলেমিশে একাকার।


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন এ খবর। এশিয়ান নিউজকে তিনি জানিয়েছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথমটায় কালো বাহুবন্ধনী পরে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।’

করোনা–পরবর্তী জটিলতায় মৃত্যু হলো লতা মঙ্গেশকরের
ফাইল ছবি

এর মধ্যেই লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। এই দুই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সব জায়গায়। জাতীয়ভাবে তাঁর শেষকৃত্য আয়োজন করা হবে।


সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয়কে আপ্লুত করেছেন ভারতীয় সংগীতের এ কিংবদন্তি। জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন। কোভিড নেগেটিভ হলেও পরে নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন দেখে ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ কোভিড-পরবর্তী শারীরিক সমস্যার ধাক্কা সামলাতে পারেননি। আজ সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ‘স্বরকোকিলা’ নামে খ্যাত এই শিল্পী।