• ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ৪৯টি সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩টি সেঞ্চুরি বিরাট কোহলির।
• টেস্ট দুবার ৪৯ রান করেছেন টেন্ডুলকার। ২০০৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২০০৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে।
• ওয়ানডেতেও দুবার ৪৯ রানে ফিরেছেন টেন্ডুলকার। ১৯৯১ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে ও ২০০২ সালে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে।
• টেস্টে একবার এক ইনিংসে ৪৯ বল খেলেছেন টেন্ডুলকার। ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
• ওয়ানডেতে দুটি ইনিংসে ৪৯ বল করে খেলেছেন টেন্ডুলকার, ১৯৯৪ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২০০০ সালে কটকে জিম্বাবুয়ের বিপক্ষে।
• টেস্টে দুবার ৪৯ মিনিট ব্যাটিং করেছেন টেন্ডুলকার, ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে।
• ওয়ানডেতে চারবার ৪৯ মিনিট ব্যাটিং করেছেন টেন্ডুলকার।
• ওয়ানডেতে বোলিংয়ে দুবার ৪৯ রান দিয়েছেন টেন্ডুলকার।
• টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং গড় ৪৯.৫২।
• ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টেন্ডুলকারের ব্যাটিং গড় ৪৯.৬০।
• আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক ছিলেন না, এমন ম্যাচে টেন্ডুলকারের ব্যাটিং গড় ৪৯.৫০।
• আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যুতেও টেন্ডুলকারের ব্যাটিং গড় ৪৯.১১। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষেও ৪৯ ব্যাটিং গড় ভারতীয় ক্রিকেট কিংবদন্তির।