সবকিছুর আগে দেশ, আইপিএল প্রসঙ্গে মোস্তাফিজ

মোস্তাফিজ।ফাইল ছবি: প্রথম আলো

সাকিব আল হাসান তাঁর সিদ্ধান্তটা আগেই জানিয়ে দিয়েছেন। আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে না গিয়ে তিনি খেলবেন আইপিএল। বাকি ছিলেন মোস্তাফিজুর রহমান। আজ জানা গেল আইপিএল প্রসঙ্গে তাঁর সিদ্ধান্ত। সাকিবের মতো শ্রীলঙ্কা সফরের সময় আইপিএল খেলতে চান না মোস্তাফিজ, খেলতে চান দেশের হয়ে।

সাকিব সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের আইপিএল খেলার সুযোগ ছিল মোস্তাফিজের। কদিন আগে আইপিএল নিলাম থেকে তাঁকে দলে নেয় একবারের আইপিএল জেতা দল রাজস্থান রয়্যালস। কিন্তু আইপিএলের সময় দেশের খেলা থাকায় দেশকেই বেছে নিলেন মোস্তাফিজ।

সাকিব-মোস্তাফিজ ; আইপিএলে বাংলাদেশের এ দুজন ডাক পেয়েছেন।
ফাইল ছবি : প্রথম আলো

আজ নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের বাঁহাতি এই পেসার বলেছেন, ‘আমার কাছে সবার আগে দেশ, পরে বাকি সব। টিম ম্যানেজমেন্ট যদি টেস্টে আমাকে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব।’

গতকাল আবার এ বিষয়ে বিসিবিপ্রধান নাজমুল হাসানের সঙ্গে কথা হয়েছে মোস্তাফিজের। সেখানে বোর্ডপ্রধান মোস্তাফিজকে তাঁর সিদ্ধান্তের কথা জানাতে বলেন, ‘বিসিবি সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, উনি আমার ওপর ছেড়ে দিয়েছেন। আর আমি দেশের খেলাকেই বেছে নিচ্ছি।’

আইপিএল ও দেশের খেলার বিতর্কে নিজের সিদ্ধান্তটা নাকি মোস্তাফিজ চাপমুক্ত থেকেই নিয়েছেন, ‘দেশের হয়ে বা আইপিএল খেলার বিষয়ে কোনো চাপ নেই। এটা তো স্বাভাবিক ব্যাপারই, আগেও আমি আইপিএলে খেলতে যাইনি দেশের খেলার কারণে। এবারও একইভাবে ভাবছি।’

সানরাইজার্সের হয়ে প্রথম মৌসুমটা দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ।
ফাইল ছবি

তবে আইপিএলে খেলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি ২৫ বছর বয়সী মোস্তাফিজ। তবে মোস্তাফিজের চাওয়া সেটা হোক বোর্ডের সম্মতিতেই, ‘সবার আগে আমার কাছে দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি, তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নেই। আমি বিসিবিকে তখন বলব, বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। তবে দেশ আগে।’

এর আগে গতকাল বোর্ড সভাপতি মোস্তাফিজের আইপিএল খেলা প্রসঙ্গে বলেছিলেন, ‘মোস্তাফিজ আজকে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আইপিএলে সে যাবে কি না জানতে চায়। আমি বলেছি, দেখো এখানে আমার কিছুই বলার নেই। তুমি যদি খেলতে না চাও, যদি ওখানে যেতে চাও, আমাদের একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাব না। বার্তাটা সবার জন্য, একদম পরিষ্কার। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য না, এটা সাকিবের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।’

আজ বিকেল সোয়া চারটায় নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে আইপিএল নিয়ে বিতর্ক থামিয়ে দিতে চাইলেন মোস্তাফিজ।