default-image

এ বছরের শেষে তিন টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। জানুয়ারিতে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারি থেকেই নিজেদের নতুন টি–টোয়েন্টি লিগ শুরুর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট অস্ট্রেলিয়াকে সে কারণেই নির্ধারিত ওয়ানডে সিরিজটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সেই প্রস্তাবে রাজি হয়নি। কারণ আঁটসাট ক্রিকেট সূচির মধ্যে এই ওয়ানডে সিরিজ পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ ব্যাপারে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা জানুয়ারিতে নির্ধারিত ওয়ানডে সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর স্বাগতিক দেশ ওয়ানডে সুপার লিগের জন্য নির্ধারিত পয়েন্ট পেয়ে যাবে। যেহেতু এই ম্যাচগুলো ভবিষ্যতে অন্য কোনো তারিখে আয়োজনের কোনো সুযোগ নেই, তাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সম্মতিতেই অস্ট্রেলিয়া ওয়ানডে সুপার লিগের এই তিন ম্যাচের পয়েন্ট পেয়ে যাবে। পুরো ব্যাপারটিই এখন আইসিসির অনুমোদনের অপেক্ষায়। ’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন