সাংবাদিকদের সঙ্গে লুকোচুরি শেষে হোটেলে ঢুকেছেন কাল রাতে। করোনা থেকে সেরে ওঠা সাকিব আজ সকালে মাঠে বাংলাদেশ দলের অনুশীলনেও গেছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ দেখেছেন, কথা বলেছেন মুমিনুল, সিডন্স, ডমিঙ্গো, ডোনাল্ডদের সঙ্গে।
প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরা অনুশীলনে খুঁজে ফিরেছে সাকিবকেও -