default-image

তবে সবার অপেক্ষা ছিল সাকিবের ব্যাটিং-বোলিং অনুশীলনের। গত ২৮ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর সাকিব ক্রিকেটের বাইরে ছিলেন। এর মধ্যে আক্রান্ত হয়েছেন করোনায়। এত কিছুর পর আজ ব্যাটিং-বোলিং কেমন করেন সেদিকেই ছিল সবার দৃষ্টি। আগ্রহীদের ভিড়ে ছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। আগেরদিন তিনিই বলেছিলেন, ‘৫০-৬০ ভাগ ফিট কাউকে খেলানো ঠিক হবে না।’

সে কারণেই কি না, সাকিব ব্যাটিংয়ে নামার পর নেটের পেছনে গিয়ে গভীর মনোযোগে সাকিবের ব্যাটিং দেখলেন ডমিঙ্গো। প্রায় ২৫ মিনিট ব্যাটিং অনুশীলন করলেন সাকিব। সাকিবের নেটে উল্লেখযোগ্য বোলার বলতে ছিলেন শুধু মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন। চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়া সাইফউদ্দিন টেস্ট দলের অনুশীলনে যোগ দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গোর কথায়।

পেছন থেকে সাকিবের ব্যাটিং দেখেই ডমিঙ্গোর জিজ্ঞাসা, ‘কেমন অনুভব করছ, সাকিব?’ কোচের প্রশ্নের উত্তরে সাকিবের এক শব্দের উত্তর, ‘ভালো।’ কিছুক্ষণ ব্যাটিংয়ের পর সাকিব নিজেই ডমিঙ্গোকে বললেন, ‘ব্যাটিংটা ঠিকই আছে।’

দেখে তো মনে হলো (সাকিব) ফিট আছেন। (প্রথম টেস্টে) খেলবেন ইনশা আল্লাহ্। অনুশীলনে বেশ ভালোই দেখলাম।
সাকিবের ফিটনেস প্রসঙ্গে মুমিনুল হক

এরপর ৫ মিনিটের বিরতি, নেট ছাড়ার আগে অবশ্য সাকিব বলে গেছেন, ‘আবার আসছি।’ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফিরে এসে সাকিব আরও ১০ মিনিট ব্যাটিং করেন। এরপর সাকিবের ব্যাটিংয়ে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বাধ্য হয়েই সাকিবকে মাঠ ছাড়তে হয়।

সাকিব ও টিম ম্যানেজমেন্টের জন্য অবশ্য এটুকুই যথেষ্ট ছিল। বাংলাদেশ দলের অনুশীলন শেষে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘দেখে তো মনে হলো (সাকিব) ফিট আছেন। (প্রথম টেস্টে) খেলবেন ইনশা আল্লাহ্। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ তো বলেই দিয়েছেন ফিট হলে খেলবেন। দেখে মনে হল উনি ফিট।’

শুধু ব্যাটিং দেখেই সাকিবকে টেস্ট ম্যাচের জন্য ফিট মনে হয়ে গেল? সাকিবের খেলার সিদ্ধান্তটা সাকিব নিজে নিয়েছেন নাকি টিম ম্যানেজমেন্টের? এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে মুমিনুলকে। উত্তরে টেস্ট অধিনায়ক বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে মোটামুটি বোঝা যায়। সাইকোলজিক্যালি অনেক কিছু বোঝা যায়। আপনারাই বোধহয় সবচেয়ে বেশি দেখছেন আমার চেয়ে। আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারাই ভালো বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন