সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরই ব্যাটিংয়ে ভুল দেখছেন নাজমুল

দলের দুই সেরা ব্যাটসম্যানের ব্যাটিংয়ের ধরনটা ভালো লাগেনি বিসিবি সভাপতিরছবি: আইসিসি

এমন হার কারও ভাবনাতেই ছিল না। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে যাবে, ক্রিকেটপ্রেমীরা এমন কিছু ভাবতেও চাননি। কিন্তু শেষ পর্যন্ত সেটিই হয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। হার–জিত খেলারই অংশ। কিন্তু এ আপ্তবাক্যও সান্ত্বনার জন্য যথেষ্ট হচ্ছে না।

বিসিবি সভাপতি নাজমুল হাসান এ মুহূর্তে ওমানের মাসকাটেই আছেন। স্কটল্যান্ডের বিপক্ষে হার তাঁকে ব্যথিত করেছে। খেলার সেই চিরন্তন ‘হার–জিত’ নীতি মেনে নিয়েও তাঁর মনের খচখচানিটা যাচ্ছে না। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের খেলার ধরনটাই বিসিবি সভাপতির ভালো লাগেনি। তিনি বোঝেননি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ের ভাষাও।

সংবাদমাধ্যমকে আজ নাজমুল জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া, ‘হার–জিত নিয়ে আমি মোটেও ভাবছি না। এটা হতেই পারে। যেকোনো দল হারতে পারে, আবার জিততেও পারে। বিশেষ করে টি–টোয়েন্টি ক্রিকেট তো খুবই অনিশ্চিত। কিন্তু যে জিনিস আমাকে অবাক করেছে, সেটি হচ্ছে দলের ক্রিকেটারদের খেলার ধরন। কিছুই ঠিক ছিল না।’

মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের ধরন ঠিক ছিল না
ছবি: আইসিসি

তামিম ইকবালের দলে না থাকাটা প্রভাব রাখল কি না, এমন প্রশ্ন ছিল বিসিবি সভাপতির কাছে। কিন্তু সেটির উত্তরে নাজমুল জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের কারও মান–অভিমানের জায়গা নেই, ‘তামিম যে খেলবে না, সেটি অনেক আগেই জানি। আমি তো ভেবেছিলাম, আরও একজন ক্রিকেটার খেলবে না। এমন তথ্যও আমার কাছে ছিল। কিন্তু সে খেলছে। আমার কথা হচ্ছে খেললে খেলবে, না খেললে নেই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান গ্রহণযোগ্য নয়। কার সঙ্গে অভিমান? দেশের সঙ্গে? এই আবেগের কোনো জায়গা আমার কাছে নেই, বাংলাদেশ ক্রিকেট দলে নেই। তবে একটা কথা বলি, যত ওপেনারই খেলুক তামিমের মতো ভালো আর একজনও নেই।’

অধিনায়ক মাহমুদউল্লাহ ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ
ছবি: আইসিসি

সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সমালোচনা করেছেন নাজমুল, ‘প্রথম ৬ ওভারের সুবিধা কাজে লাগাতে হয়। কিন্তু ২ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা যেভাবে ব্যাটিং করেছে, আমার মনে হয়, আমরা ম্যাচটা সেখানেই হেরে গেছি। ১৪১ রান তাড়া করার মতো ব্যাটিং তারা করেনি। তারা তো জানত ওভাবে খেললে আমরা জিততে পারব না।’