সানিয়া মির্জার কেক বাঁচাল হাফিজকে

শোয়েব মালিক ও সানিয়া মির্জার সঙ্গে তাঁদের ছেলে ইজহানছবি: ইনস্টাগ্রাম

৪১ বছর বয়সে পাকিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপে পাকিস্তানের খেলা দুটি ম্যাচেই একাদশে ছিলেন তিনি। ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপে একের পর এক ম্যাচ খেলে যাওয়া মানে খেলোয়াড়দের অনেক চাপে থাকা। সেটা অবশ্যই ভালো খেলার চাপ।

হাফিজের স্ত্রীর জন্মদিনের কেক নিয়ে হাজির সানিয়া
ছবি: টুইটার

অভিজ্ঞ হাফিজ এতটাই চাপে আছেন যে তাঁর সঙ্গে দুবাইয়ে অবস্থান করা স্ত্রী–সন্তানদের দিকেও মনোযোগটা কম। ভুলে গেছেন স্ত্রী নাজিয়া হাফিজের জন্মদিনের তারিখও।

স্ত্রীকে শুভেচ্ছা জানাতে কেকের ব্যবস্থাও ছিল না। তবে সানিয়া মির্জা এগিয়ে আসায় সব ব্যবস্থা হয়ে যায়।

হাফিজকে বিব্রতকর অবস্থায় পড়ার হাত থেকে বাঁচিয়েছেন সতীর্থ ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা।

ভারতের এই টেনিস তারকা কেক নিয়ে যান হাফিজের স্ত্রীর জন্য। সেই কেকের জন্য সানিয়াকে ধন্যবাদ জানিয়েছেন হাফিজ। জন্মদিনে উৎসবের ছবি টুইট করে ধন্যবাদটা জানিয়েছেন হাফিজ।

শোয়েব মালিক ও সানিয়া মির্জা
ছবি: টুইটার

হাফিজ লিখেছেন, ‘স্ত্রী নাজিয়া হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা। আমি ভুলেই গিয়েছিলাম। তবে ত্রাণকর্তা হয়ে সানিয়া সময়মতো কেকের ব্যবস্থা করায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।’

পাকিস্তানের ম্যাচ থাকলেই দেখা যায়, ক্রিকেটারদের পরিবার গ্যালারিতে বসে খেলা দেখছেন। সেখানে নাজিয়াকে ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে ‘নেত্রী’ হিসেবে সম্বোধন করা হয়। সেটি বোঝা গেল সানিয়ার টুইটে। তিনি লিখেছেন, ‘ভাবিদের নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।’