সম্প্রচার শেষ ২৪ অক্টোবর ২০২১

৫ উইকেটে হেরে সুপার টুয়েলভ শুরু বাংলাদেশের

০৯: ২৯ , অক্টোবর ২৪

এবার সুপার টুয়েলভ!

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই হারের পর শঙ্কা জেগেছিল সুপার টুয়েলভে জায়গা পাওয়া নিয়ে। তবে পরের দুই ম্যাচে জয়ে সবার আগে গ্রুপ ‘বি’ থেকে পরের পর্বে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তাই নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ, চ্যালেঞ্জটা আরও বড় যেখানে।

গ্রুপ ‘১’-এ আজ বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। শারজায় এ ম্যাচের সবকিছু নিয়ে প্রথম আলোর সরাসরি আপডেটে আপনাকে স্বাগত!

০৯: ৩৫ , অক্টোবর ২৪

টস

টসে জিতে ফিল্ডিং নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। যদিও বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, টসে জিতলে তিনি ব্যাটিং-ই নিতেন।

০৯: ৩৯ , অক্টোবর ২৪

বাংলাদেশ একাদশ

ম্যাচের আগের দিনই বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, শারজায় মিরপুরকে খুঁজে পাচ্ছেন তিনি।

বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বিশ্বকাপে এ ম্যাচেই প্রথমবার খেলছেন নাসুম।

একাদশ

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

০৯: ৪৩ , অক্টোবর ২৪

শ্রীলঙ্কা একাদশ : স্পিনারের জায়গায় পেসার 

চোটের কারণে সতর্কতা হিসেবে তাঁকে খেলানো হবে না, এ ইঙ্গিত ছিল আগেই। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা একাদশে নেই রহস্য-স্পিনার মহীশ তিকসানা। বাংলাদেশ যেখানে একজন পেসারকে বসিয়ে খেলাচ্ছে স্পিনারকে, শ্রীলঙ্কা সেখানে তিকসানার জায়গায় দলে নিয়েছে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডোকে। জায়গা হয়নি আকিলা দনাঞ্জয়ার।

একাদশ

কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিত আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো

০৯: ৫৭ , অক্টোবর ২৪

জাতীয় সঙ্গীত

প্রস্তুত শারজা, প্রস্তুত বাংলাদেশ, প্রস্তুত শ্রীলঙ্কা!

প্রস্তুত শারজা
ছবি: প্রথম আলো
০৯: ৫৯ , অক্টোবর ২৪

সুবর্ণ সুযোগ?

"আজকের ম্যাচটা আমাদের ছন্দে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শক্তিমত্তায় শ্রীলঙ্কা তুলনামূলক কাছাকাছি। আমাদের তাই একটা সুবর্ণ সুযোগ। জয় দিয়ে শুরু করতে পারলে এ টুর্নামেন্টে আমাদের ভালো করার একটা সম্ভাবনা উঁকি দেবে। যে ফর্মে ছিলাম, সে ফর্মে থেকে সেমিফাইনাল কল্পনা করা উচ্চাভিলাষী হয়ে যায়। তবে একটা লক্ষ্য রেখেই টুর্নামেন্ট শুরু করতে হয়। সুপার টুয়েলভের দল হিসেবে বাংলাদেশেরও সেমিফাইনালই লক্ষ্য হওয়া উচিত। সে ক্ষেত্রে জয়টা গুরুত্বপূর্ণ।"

-গাজী আশরাফ হোসেন

আরও পড়ুন
১০: ০২ , অক্টোবর ২৪

খেলা, খেলা, খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা

ভারত-পাকিস্তান

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল

মার্শেই-পিএসজি

ইন্টার মিলান-জুভেন্টাস...

আরও পড়ুন
১০: ১৪ , অক্টোবর ২৪

ধীরগতির শুরু

বিনুরা ফার্নান্ডোর লেগস্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে ভুল করেননি লিটন দাস। দ্বিতীয় ওভারে বাংলাদেশ পেয়েছে প্রথম বাউন্ডারি। দুই ওপেনার শুরুটা করেছেন ধীরগতিতে। এখন পর্যন্ত বাংলাদেশের দুশ্চিন্তার অন্যতম বড় বিষয় ওপেনিং জুটি। রাসেল ডমিঙ্গো শ্রীলঙ্কা ম্যাচের আগের দিনই জানিয়েছিলেন, এখানে পরিবর্তন আসছে না।

আজ কতদূর যেতে পারবেন লিটন ও মোহাম্মদ নাঈম?

বাংলাদেশ ৯/০, ২ ওভার।

১০: ১৮ , অক্টোবর ২৪

নো-বল, ফ্রি হিট (২ রান), নো-বল, ফ্রি হিট (৪ রান)

টানা দুইটি ফ্রন্টফুটের নো-বল করেছেন দুষ্মন্ত চামিরা। দুইটি ফ্রি-হিটই ব্লকহোলে করার চেষ্টা করেছেন। প্রথমটিতে নাঈমের তেমন টাইমিং হয়নি, হয়েছে ২ রান। পরেরটিতে অবশ্য চার মেরেছেন নাঈম। চামিরার এ ওভারে উঠেছে ১২ রান।

বাংলাদেশ ২১/০, ৩ ওভার।

১০: ২৫ , অক্টোবর ২৪

ওপেনিংয়ে ‘সর্বোচ্চ’

লাহিরু কুমারার লেংথ বলটা টেনে চার মেরেছেন মোহাম্মদ নাঈম। সে শট দিয়ে বাংলাদেশের ওপেনিং জুটি পৌঁছে গেছে ২৯ রানে। সর্বশেষ ৭ ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটিই। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উঠেছিল ৫৯ রান, এরপর শুরুতেই বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ২৬ রানে। বিশ্বকাপে এর আগের তিন ম্যাচে ওপেনিং জুটিতে উঠেছিল ৮, ১১ ও ০ রান।

বাংলাদেশ ২৯/০৪, ৪ ওভার।

১০: ৩০ , অক্টোবর ২৪

৫ ওভার, ৪ বাউন্ডারি

আগে থেকেই জায়গা বানিয়ে রেখেছিলেন, তবে চামিরা করেছিলেন অফস্টাম্পের বেশ বাইরেই। লিটন অবশ্য সে বলেও কাট করেছেন ভালোই। প্রথম ওভারের পর থেকে এখন পর্যন্ত প্রতি ওভারেই এসেছে বাউন্ডারি।

বাংলাদেশ ২৮/০, ৫ ওভার।

১০: ৩৮ , অক্টোবর ২৪

ফিরলেন লিটন, কুমারার সঙ্গে বিতণ্ডায় উত্তাপ

বেশ খানিকটা জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিড-অফে ধরা পড়লেন লিটন দাস। পাওয়ার প্লের ১ ওভার বাকি থাকতে বাংলাদেশ হারালো প্রথম উইকেট, লিটন ফিরেছেন ১৬ বলে ১৬ রান করেই।

তবে যাওয়ার আগে লিটন বিতণ্ডায় জড়িয়েছেন বোলার লাহিরু কুমারার সঙ্গে। অবশ্য উইকেট পাওয়ার পর কুমারাকেই শুরুতে এগিয়ে গিয়ে কিছু একটা বলতে দেখা গেছে লিটনকে। লিটন সেটির জবাব দিয়েছেন। শ্রীলঙ্কার অন্য খেলোয়াড়, নাঈম ও আম্পায়াররা এসে শান্ত করেছেন দুজনকে।

নিশ্চিতভাবেই ম্যাচ রেফারির খাতায় উঠেছে দুজনের নাম।

পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৪১ রান। এ ৬ ওভারের মধ্যে প্রথম ও শেষ ওভারে আসেনি কোনো বাউন্ডারি।

ইতিবাচক শুরুর করেও ইনিংস বড় করতে পারেননি লিটন
ছবি: এএফপি
১০: ৪১ , অক্টোবর ২৪

‘ম্যাচ-আপে’ জয়ী সাকিব-নাঈম

ক্রিজে দুই বাঁহাতি। দাসুন শানাকা তাই আক্রমণে এনেছেন অফ স্পিনার চারিত আসালাঙ্কাকে। তবে এ ‘ম্যাচ-আপে’ নিশ্চিতভাবেই জয়ী সাকিব আল হাসান ও মোহাম্মদ নাঈম। প্রথম বলেই এক্সট্রা কাভার দিয়ে ইনসাইড-আউটে চার মেরেছেন সাকিব, এক বল পর কাট করে আরেকটা মেরেছেন নাঈম। শেষ বলে গিয়ে কাভার দিয়ে সাকিব মেরেছেন আরও একটা। আসালাঙ্কার ওভারে উঠেছে ১৪ রান।

বাংলাদেশ ৫৫/১, ৭ ওভার।

১০: ৪৪ , অক্টোবর ২৪

ফিরলেন সাকিব

সিমের ওপর হালকা আঙুল ঘুরিয়ে করা ডেলিভারিটা পড়েছিল ব্যাক অফ আ লেংথে। সাকিব সময় নিয়ে ঘুরিয়ে খেলতে গিয়ে হারিয়েছেন লেগ স্টাম্প। চামিকা করুনারত্নে পেয়েছেন বাংলাদেশ ইনিংসের সবচেয়ে বড় উইকেটটা। ৭ বলে ১০ রান করে ফিরলেন সাকিব। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারাল ৫৬ রানে।

১০: ৪৯ , অক্টোবর ২৪

অবশেষে হাসারাঙ্গা

ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হয়তো দেখা যেত আগেই। তবে ক্রিজে দুই বাঁ হাতি থাকায় আসালাঙ্কাকে এনেছিলেন দাসুন শানাকা। সাকিব ফেরার পর ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম, নবম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার নায়ক হাসারাঙ্গা। এ লেগ স্পিনারের প্রথম ওভারে এল ৭ রান।

বাংলাদেশ ৬৫/২, ৯ ওভার।

১১: ০৩ , অক্টোবর ২৪

প্রথম ছয়

ওয়ানিন্দু হাসারাঙ্গার দ্বিতীয় ওভারের চতুর্থ বল। স্লটে পেয়ে স্লগ করেছেন মুশফিকুর রহিম। মিডউইকেট বাউন্ডারি পেরিয়েছে সেটা। ১১তম ওভারে এসেছে বাংলাদেশ ইনিংসের প্রথম ছয়, ৭টি চারের পর।

বাংলাদেশ ৮৩/২, ১১ ওভার।

১১: ০৯ , অক্টোবর ২৪

স্লগ, স্লগ

ওপেনিংয়ের সঙ্গে বাংলাদেশের বড় একটা দুশ্চিন্তার নাম ছিল মুশফিকুর রহিমের ফর্ম। এখন পর্যন্ত বেশ ছন্দেই আছেন তিনি। হাসারাঙ্গার পর এবার বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডোকে স্লগ সুইপ করে ছয় মেরেছেন এ ডানহাতি। নাঈমের সঙ্গে মুশফিকের জুটি এখন অবিচ্ছিন্ন ৪০ রানে।

বাংলাদেশ ৯৬/২, ১৩ ওভার।

১১: ১৪ , অক্টোবর ২৪

নাঈমের ফিফটি

পয়েন্টে খেলে প্রথমে রান নেওয়ার ইচ্ছা দেখালেও পরে নাঈমকে ফিরিয়ে দিয়েছিলেন মুশফিক। নাঈম অবশ্য বেরিয়ে এসেছিলেন অনেকটাই, ক্রিজে ফেরার সময়ও পেতেন না। তবে থ্রো-টা সরাসরি আঘাত করতে পারেনি স্টাম্পে, ব্যাক-আপেও ছিলেন না কেউ।

এ ওভারেই কুমারাকে ডাউন দ্য গ্রাউন্ডে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ফিফটি পূর্ণ করেছেন নাঈম। টুর্নামেন্টে বাংলাদেশ ওপেনারের এটি দ্বিতীয় ফিফটি, এবার মাইলফলকে গেলেন ৪৪ বলে। এক বল পর স্কয়ার লেগ দিয়ে নাঈম মেরেছেন আরেকটি চার।

বাংলাদেশ ১০৭/২, ১৪ ওভার।

১১: ১৮ , অক্টোবর ২৪

মুশফিকের দুই চার

হাসারাঙ্গার ওপর চড়াও হয়েছেন মুশফিক। আগের ওভারে ছয়ের পর এবার মেরেছেন টানা দুইটি চার। দুইটিই মেরেছেন স্লগ করে। নাঈমের সঙ্গে মুশফিকের জুটি ফিফটি পেরিয়েছে আরও আগেই।

বাংলাদেশ ১১৮/২, ১৫ ওভার।

১১: ১৯ , অক্টোবর ২৪

মুশফিককে আরও কিছুক্ষণ 'দরকার' বাংলাদেশের

১১: ২৬ , অক্টোবর ২৪

১৭তম ওভারে আউট নাঈম

ডেথ-ওভারের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের, দাসুন শানাকার ওভারে এসেছে ১১ রান।

তবে পরের ওভারে প্রথম বলেই ক্যাচ তুলেছেন নাঈম। বিনুরা ফার্নান্ডোর স্লো বাউন্সারে টাইমিংটা ঠিকঠাক হয়নি নাঈমের, দিয়েছেন ফিরতি ক্যাচ। নাঈম ফিরলেন ৫২ বলে ৬২ রান করে।

নেমে একটা চার মেরেছেন আফিফ হোসেন, ফার্নান্ডোর লো-ফুলটসে ফাইন লেগ দিয়ে।

বাংলাদেশ ১৪০/৩, ১৭ ওভার।

টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটি পেয়েছেন নাঈম
ছবি: বিসিবি
১১: ৩৭ , অক্টোবর ২৪

মুশফিকের ‘প্রথম’ ফিফটি

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে খেলেছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকে খেলেছেন প্রতিটি আসরেই। তবে এ টুর্নামেন্টে এতদিন কোনো ফিফটি ছিল না মুশফিকের। আজ সে খরা কাটালেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ২৯তম ম্যাচে এসে মুশফিক পেলেন প্রথম ফিফটির দেখা। কুমারার ফুললেংথের বলে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে ৩২ বলে ফিফটি পূর্ণ করেছেন তিনি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকের সর্বোচ্চ স্কোর ছিল ৪৭, ২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ইনিংস খেলেছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে মুশফিকের এটি ষষ্ঠ ফিফটি, আজকের আগে সর্বশেষ করেছিলেন ২০১৯ সালে ভারত সফরে।

রানে ফিরেছেন মুশফিকুর রহিম
ছবি: বিসিবি
১১: ৪৩ , অক্টোবর ২৪

আফিফ রান-আউট, ১৯তম ওভারে ১০ রান

সিঙ্গেল চুরি করতে গিয়ে দৌড় শুরু করেও ক্রিজে ফিরতে চেয়েছিলেন আফিফ, তবে বোলার কুমারার সরাসরি থ্রো স্টাম্পে আঘাত করেছে এর আগেই। ৬ বলে ৭ রান করে রান-আউট হয়েছেন আফিফ।

কুমারা এরপর করেছেন বিমার। ফ্রি-হিটটা অবশ্য বেশ ভালো ইয়র্কার করেছিলেন, মাহমুদউল্লাহ লেগ-বাই নিতে পেরেছেন ২ রান। একটা নো-বল করার পরও প্রথম ৫ বলে উঠেছিল ৬ রান, তবে শেষ বলে স্ট্রেইট ড্রাইভে চার মেরেছেন মাহমুদউল্লাহ।

১৯তম ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৯ রান।

১১: ৫০ , অক্টোবর ২৪

মুশফিক-নাঈমের ফিফটিতে ১৭১ রান

দুষ্মন্ত চামিরার বলটা ছিল স্লোয়ার। মুশফিক করেছেন স্কুপ। চার মেরে বাংলাদেশ ইনিংসের শেষটাও ‘পারফেক্ট’ করেছেন তিনি। ৩৭ বলে ৫৭ রানের দারুন ইনিংসে মুশফিক শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলল ১৭১ রান, নাঈম ও মুশফিকের বিপরীতমুখী দুই ফিফটিতে নিশ্চিতভাবেই বেশ ভালো একটা সংগ্রহ।

শুরুটা ইতিবাচক করেছিলেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম। সর্বশেষ ৭ ইনিংসে ওপেনিংয়ে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ৪০ রানের জুটি। লিটন অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ছন্দে থাকা সাকিবের শুরুটা দারুন হলেও আজ ফিরেছেন ২ চারে ১০ রান করার পরই।

তবে বাংলাদেশকে ভালো সংগ্রহের ভিত এনে দিয়েছে নাঈম-মুশফিকের জুটি। নাঈম সময় নিয়ে গড়েছেন ইনিংস, অন্যদিকে ধুঁকতে থাকা মুশফিক আজ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছয় মেরেছিলেন নিজের প্রিয় স্লগ সুইপে। সে শট খেলা এরপর আর থামাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরে খেলতে এসে প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি।

শেষদিকে আফিফ হোসেন ৬ বলে ৭ রান করে ফেরার পর মাহমুদউল্লাহ করেছেন ৫ বলে ১০ রান।

১২: ০৩ , অক্টোবর ২৪

একাদশে ফিরে চতুর্থ বলেই আঘাত নাসুমের!

ডানহাতি পাথুম নিসাঙ্কার সঙ্গে ওপেনিংয়ে কুশাল পেরেরা। তবে ঠিকই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দিয়ে বোলিং শুরু করালেন মাহমুদউল্লাহ। একাদশে ফেরা নাসুম আঘাত করতে নিলেন ৪ বল। সুইপ করতে গিয়ে লাইন মির করে বোল্ড হয়েছেন পেরেরা। বাংলাদেশকে দারুন শুরু এনে দিয়েছেন নাসুম।

শ্রীলঙ্কা ৪/১, ১ ওভার।

১২: ১০ , অক্টোবর ২৪

নাসুমের দ্বিতীয় ওভারে ২ ছয়

ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রেখেছে শ্রীলঙ্কা, তিন নম্বরে এসেছেন বাঁহাতি চারিত আসালাঙ্কা। অফ স্পিনার মেহেদী হাসান করেছেন দ্বিতীয় ওভার। আসালাঙ্কা স্লগ সুইপে মেরেছেন একটা চার। লক্ষ্যটাই এমন, শ্রীলঙ্কার শুরুতে খুব একটা অপেক্ষা করার সময় নেই!

সেটা শ্রীলঙ্কা করছেও না। নাসুমের দ্বিতীয় ওভারে ৩ বলের ব্যবধানে ২ ছয় মেরেছেন আসালাঙ্কা। তৃতীয় ওভারে উঠেছে ১৬ রান।

শ্রীলঙ্কা ২৬/১, ৩ ওভার।

১২: ১৬ , অক্টোবর ২৪

চতুর্থ ওভারে সাইফউদ্দিন

শারজায় সাম্প্রতিক সময়ে পাওয়ার প্লেতে আঁটসাঁট বোলিংয়ে স্পিনারদের চেয়ে সফল পেসাররাই। নাসুম-মেহেদীর ৩ ওভারের পর চতুর্থ ওভারে সাইফউদ্দিনকে এনেছেন মাহমুদউল্লাহ। প্রথম ওভারে এ ডান হাতি পেসার দিয়েছেন ৮ রান। মিড উইকেটে লিটন একটা বাউন্ডারি বাঁচালেও স্কয়ার লেগে এরপর আর পারেননি।

শ্রীলঙ্কা ৩৪/১, ৪ ওভার।

১২: ২৬ , অক্টোবর ২৪

কৌশলে পরিবর্তন

প্রথম তিন ম্যাচ মিলিয়ে পাওয়ার প্লের ১৮ ওভারের মধ্যে বাংলাদেশের হয়ে স্পিনাররা করেছিলেন মাত্র ২ ওভার। আজ করলেন ৫ ওভার।

তাসকিন আহমেদকে বাদ দেওয়ার অর্থ, শুরুতে জোরে বোলিং করার মতো কেউ নেই বাংলাদেশের। সাইফউদ্দিন করেছেন ১ ওভার। মোস্তাফিজকে পাওয়ার প্লেতে আনা হয়নি।

মেহেদীর করা পাওয়ার প্লের শেষ ওভারে নিসাঙ্কা মেরেছেন চার-ছয়।

প্রথম ৬ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ৫৪ রান, ১ উইকেট হারিয়ে। পাওয়ার প্লেতে বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা এগিয়ে থাকল লঙ্কানরা। বাংলাদেশ প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৪১ রান।

আসালাঙ্কা-নিসাঙ্কার জুটি পেরিয়েছে ৫০ রান।

১২: ৩৫ , অক্টোবর ২৪

জুটি ভেঙে আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাকিব

আগের ম্যাচেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের তালিকায় শহীদ আফ্রিদিকে ছুঁয়েছিলেন সাকিব। আজ ছাড়িয়ে গেলেন।

নিজের দ্বিতীয় ওভারে এসে পাথুম নিসাঙ্কাকে বোল্ড করেছেন তিনি। ভেঙেছেন ৬৯ রানের জুটি। ৭১ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।

১২: ৩৯ , অক্টোবর ২৪

সাকিবের জোড়া আঘাত

সাকিব আল হাসান! আর কে!

নিসাঙ্কা-আসালাঙ্কার জুটি চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। সাকিব এলেন, ভাঙলেন সে জুটি। সাকিব সেখানেই থামলেন না। নিসাঙ্কার পর বোল্ড করলেন আভিস্কা ফার্নান্ডোকেও। সাকিবের ফ্লাইট বুঝতেই পারেননি ফার্নান্ডো।

বাংলাদেশ ৭২/৩, ৯ ওভার।

১২: ৪৭ , অক্টোবর ২৪

এবার সাইফউদ্দিনের আঘাত

অফস্টাম্পে স্লোয়ার বল, ওয়ানিন্দু হাসারাঙ্গা সেটা তুলেছেন আকাশে। বাউন্ডারি থেকে ছুটে এসে ক্যাচটা নিতে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি নাঈমকে। সাকিব মোমেন্টাম এনে দিয়েছেন, সাইফউদ্দিনের উইকেটে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ। ৭৯ রানে চতুর্থ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।

১২: ৫০ , অক্টোবর ২৪

১০ ওভার শেষে

১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৭২ রান। শ্রীলঙ্কা এ সময়ে তুলেছে ৮৪ রান, তবে হারিয়ে ফেলেছে ৪ উইকেট।

অষ্টম ওভার পর্যন্ত রান ও উইকেটে বেশ খানিকটা এগিয়ে ছিল শ্রীলঙ্কা। সাকিবের এক ওভারে বদলে গেছে চিত্রটা।

১৩: ০৪ , অক্টোবর ২৪

রাজাপক্ষেকে জীবন দিলেন লিটন

মাহমুদউল্লাহ নিজেকে এনেছিলেন, এরপর আক্রমণে এনেছেন আফিফ হোসেনকে। প্রথম বলেই তাঁকে ছয় মেরেছেন রাজাপক্ষে। অবশ্য ১ বল পরই রাজাপক্ষের উইকেটটা পেয়ে যেতে পারতেন আফিফ, তবে ডিপ স্কয়ার লেগে মোটামুটি সহজ ক্যাচ ফেলেছেন লিটন। শুধু সেটাই না, সে বলে হয়েছে চারও।

এ ওভারেই ফিফটি পূর্ণ হয়ে গেছে আসালাঙ্কার। এর আগে শ্রীলঙ্কার ৩ ম্যাচের মাঝে শুধু সর্বশেষটি খেলেছিলেন আসালাঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ রান তাড়ায় আউট হয়ে গিয়েছিলেন ৬ রান করেই।

তবে বাংলাদেশের বিপক্ষে আরেকটা সুযোগ পেয়ে আসালাঙ্কা জ্বলে উঠলেন। কুশাল পেরেরাকে দ্রুত হারিয়ে ফেললেও শ্রীলঙ্কাকে বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছেন তিনি। পাওয়ার প্লেতে ১৮ বল খেলে করেছেন ৩২ রান, এ টুর্নামেন্টে যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়া আসালাঙ্কা এরপর ১৮ রান করতে খেললেন ১৪ বল। অবশেষে ফিফটি হলো তাঁর। আফিফ হোসেনের প্রথম ওভারে এ মাইলফলকে গেছেন তিনি।

শ্রীলঙ্কার ৪২ বলে প্রয়োজন ৬৭ রান, আছে ৬ উইকেট।

১৩: ০৯ , অক্টোবর ২৪

মাহমুদউল্লাহকে দুই ছয় আসালাঙ্কার

প্রথমটা দারুণ টাইমিংয়ে লং-অন দিয়ে। পরেরটায় টাইমিং ঠিকঠাক না হলেও মিডউইকেটের বাউন্ডারি পেরিয়েছে ঠিকই। মাহমুদউল্লাহর ওপর চড়াও হয়েছেন আসালাঙ্কা, মেরেছেন দুইটি ছয়। শেষ বলে সিঙ্গেল নিয়ে ধরে রেখেছেন স্ট্রাইকও।

১৬ রানের ওভারের পর এখন শেষ ৩৬ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ৫১ রান।

১৩: ১৬ , অক্টোবর ২৪

এবার আসালাঙ্কার ক্যাচ ফেললেন লিটন

রাজাপক্ষের ক্যাচ ফেলেছিলেন, এবার লিটন ফেললেন আসালাঙ্কার ক্যাচ। অফস্টাম্পের বাইরের বলটা তুলে মেরেছিলেন, কাভারে লিটন একটু ছুটে এসে বেশ ভালো পজিশনেই আনতে পেরেছিলেন নিজেকে। তবে ম্যাচে দ্বিতীয় মিস আটকাতে পারেননি।

১৫তম ওভারে মোস্তাফিজকে এনেছেন মাহমুদউল্লাহ, তাঁর বাকি ৩ ওভার।

শ্রীলঙ্কা ১২৬/৪, ১৫ ওভার।

১৩: ২০ , অক্টোবর ২৪

বাংলাদেশকে অনেকটাই ছিটকে দিলেন রাজাপক্ষে

ছয়, ছয়, চার। সাইফউদ্দিনের ওভারে প্রথম তিন বলেই রান আর বলের ব্যবধানটা অনেকটাই কমিয়ে আনলেন রাজাপক্ষে। শেষ বলে গিয়ে মেরেছেন আরেকটি চার। সাইফউদ্দিনের ওভারে উঠেছে ২২ রান।

১৩: ২৯ , অক্টোবর ২৪

আরও কাছে শ্রীলঙ্কা

১৭তম ওভারে সাকিব এসেছেন। চার রান বাঁচিয়েছেন নাঈম। তবে পঞ্চম বলে ঠিকই ছয় মেরেছেন আসালাঙ্কা। শ্রীলঙ্কার জয় এখন হয়ে দাঁড়িয়েছে সময়ের অপেক্ষা।

মোস্তাফিজের করা পরের ওভারে ফিফটি পূর্ণ করেছেন রাজাপক্ষে, মাত্র ২৮ বলে। ১৪ রানে লিটনের হাতে জীবন পেয়েছিলেন তিনি।

শেষ ১২ বলে শ্রীলঙ্কার প্রয়োজন মাত্র ৯ রান।

১৩: ৩৩ , অক্টোবর ২৪

রাজাপক্ষে ব নাসুম ৫৩

সাকিব নয়, শেষের আগের ওভারটি করতে এলেন নাসুম আহমেদ। তাঁকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হলেন ভানুকা রাজাপক্ষে। ৩১ বলে ৫৩ রান করে ফিরলেন তিনি, ভাঙল ৮৬ রানের জুটি। তবে বড্ড দেরি হয়ে গেল বাংলাদেশের? নাকি শেষে হবে নতুন কোনো নাটক?

১৩: ৩৬ , অক্টোবর ২৪

৫ উইকেটে জয় শ্রীলঙ্কার

শেষে নেই কোনো নাটক। শ্রীলঙ্কাকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন চারিত আসালাঙ্কা। নাসুমকে চার মেরে জয় নিশ্চিত করেছেন তিনি, ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত।

শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছিলেন একাদশে ফেরা নাসুম আহমেদ। তবে চারিত আসালাঙ্কা থামেননি। পাথুম নিসাঙ্কাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কাকে ভালো ভাবেই রেখেছেন রান তাড়ায়। সাকিব আল হাসান এসে আবারও ম্যাচে ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশকে। তবে জীবন পাওয়া ভানুকা রাজাপক্ষেকে নিয়ে এরপর বাংলাদেশকে ছিটকে দেওয়ার কাজটা করেছেন তিনি। রাজাপক্ষের পর আসালাঙ্কার ক্যাচও ফেলেছেন লিটন। মাঝে আফিফের সঙ্গে মিলে ৩ ওভার বোলিং করেছেন মাহমুদউল্লাহ, আফিফের বলে সুযোগ তৈরি হলেও মাহমুদউল্লাহ তেমন কিছু করতে পারেননি।

১৭১ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা।