ব্যাপারটিকে নিজেদের ‘পরম্পরা’ বলে ধরে নিতেই পারে মুম্বাই ইন্ডিয়ানস!
গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চার উইকেটে হেরেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা ১০ বছর ধরে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ হারল মুম্বাই।
মুম্বাই-সমর্থকেরা ভাবতেই পারেন, প্রথম ম্যাচে হারলেই বরং ভালো। নিজেদের পাঁচটা শিরোপার প্রতিটিই যে মৌসুমের প্রথম ম্যাচ হারার পরই এসেছে!
গতকালের হারে চাইলে এভাবে ইতিবাচক দিক খুঁজে বের করে নিতে পারেন রোহিত শর্মারা। তাতে যদি হারের জ্বালা জুড়ায় খানিক! কিন্তু অর্থবিয়োগের জ্বালা কীভাবে জুড়াবেন মুম্বাইয়ের অধিনায়ক? হারা ম্যাচে উল্টো ১২ লাখ রুপি পকেট থেকে বেরিয়ে গিয়েছে যে তাঁর!
‘স্লো ওভার রেট’-এর কারণে শাস্তির খড়্গ নেমে এসেছে রোহিতের ওপর। এবার এ ধরনের প্রথম ভুলের জন্য আপাতত ১২ লাখ রুপির শাস্তি পেয়েছেন রোহিত।
এমন ভুল সামনে আবারও হলে বাড়বে শাস্তির মাত্রা। আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরগতির ওভার রেটের কারণে ২৭ মার্চ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজিত টাটা আইপিএলের দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচে মুম্বাইকে শাস্তি দেওয়া হয়েছে।
আইপিএলের ওভার রেট-সংক্রান্ত আচরণবিধি অনুযায়ী এটা যেহেতু মুম্বাইয়ের প্রথম অপরাধ, সেহেতু মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
গত বছর থেকেই ওভার রেট নিয়ে বেশ কড়াকড়ি শুরু করেছে আইপিএল। প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হয় এখন। মুম্বাই ইন্ডিয়ানসের ৫ উইকেটে ১৭৭ রান তাড়া করতে নেমে অক্ষর প্যাটেল আর ললিত যাদব ৩০ বলে ৭৫ রানের এক জুটি গড়ে ৪ উইকেটের দারুণ জয় এনে দিয়েছেন দিল্লিকে।