১০১৭ দিন পর প্রথম শ্রেণিতে ১০০ পেলেন সৌম্য
বাজে ফর্মের কারণে টি–টোয়েন্টি জাতীয় দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে ফর্মে ফিরলেন। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে আজ তৃতীয় দিনে শতক তুলে নেন সৌম্য।
২০১৯ সালে ফেব্রুয়ারির পর প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম শতকের দেখা পেলেন তিনি। দিনের হিসাবে ১০১৭ দিন আগে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক পেয়েছিলেন সৌম্য। আজকের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই তাঁর সর্বশেষ শতক।
১ ছক্কা ও ১০ চারে ১৪৮ বলে ১০৪ রানে অপরাজিত ছিলেন সৌম্য। সালমান হোসেন ও মোসাদ্দেক হোসেনও অর্ধশতকের দেখা পান। কাল দ্বিতীয় দিনে শতক তুলে নেন মধ্যাঞ্চলের দুই ওপেনার মিজানুর রহমান (১৬২) ও মোহাম্মদ মিঠুন (১৭৬)।
৩ উইকেটে ৫৬৩ রানে আজ নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি উত্তরাঞ্চল নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৩৯ রান তুলেছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সৌম্যর চতুর্থ শতক। এ সংস্করণে তাঁর প্রথম শতক বিসিএএলেই। ২০১৫ সালে সে ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম শতক পান সৌম্য।
তিন বছর বিরতির পর ২০১৮ সালে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের হয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
পরের বছর শতক পান হ্যামিল্টন টেস্টে। মাঝে দুই বছর বিরতির পর আজ আবারও শতকের দেখা পেলেন সৌম্য।