শারমিন একাই লড়ে গেলেন।
নিঃসন্দেহে, ৩১১ রানের লক্ষ্যটা অনেক বড়। কিন্তু তাই বলে সে লক্ষ্য পেরোনো যাবে না, তা তো নয়। কয়েকজন ব্যাটার নিজের কাজটা ঠিকঠাক করতে পারলে, জুটি গড়ে খেলতে পারলেই হয়তো বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে শুরু হতো বাংলাদেশের মেয়েদের। সেটি হয়নি। ইংল্যান্ডের মেয়েদের কাছে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১০৯ রানে হেরেছেন নিগার-ফারজানারা। হারা ম্যাচে একাই লড়ে গেছেন তিন নম্বরে ব্যাট করতে নামা শারমিন আক্তার। ১৩৭ বলে ৮১ রানের ইনিংসটা শুধু ব্যবধানই কমিয়েছে, দীর্ঘ করেছে ইংল্যান্ডের জয়ের অপেক্ষা।
টসে জিতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১০ রান তোলে ইংল্যান্ডের মেয়েরা। রানের সিংহভাগই এসেছে প্রথম পাঁচ ব্যাটারের কাছ থেকে। অর্ধশতক করেছেন ওপেনার লরা উইনফিল্ড-হিল (৫৫), তবে সবচেয়ে বড় কাজটা করে দিয়ে গেছেন চার নম্বর ব্যাটার ন্যাট সিভার। ১০১ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সিভার। ট্যামি বেমন্ট (৩৮), হেদার নাইট (২৭), অ্যামি জোনসরাও (২২) সাহায্য করেছেন বড় সংগ্রহে। শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিং করা শুরু করেছিলেন ইংল্যান্ডের মেয়েরা। নাহিদা আক্তারের কল্যাণে প্রথম উইকেটের স্বাদ বাংলাদেশ পায় ১৪তম ওভারে, ততক্ষণে ওপেনিং জুটিতে ৮১ রান তুলে ফেলেছেন উইনফিল্ড-হিল আর বেমন্ট। কিছুক্ষণ পর বেমন্টের পথ ধরে রিতু মনির বলে এলবিডব্লু হয়ে ফিরে যান উইনফিল্ড-হিলও।
এবার নাইট আর জোনসকে নিয়ে রান তোলার কাজ শুরু করেন সিভার। নাইট আর জোনস যেখানে মূলত পার্শ্বচরিত্রের ভূমিকাতেই ছিলেন। শতক হাঁকিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দলকে ৩০০ ছুঁই ছুঁই স্কোর এনে দেন সিভার। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১০ রানে থামে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, দুটি করে উইকেট সুরাইয়া আজমিন ও রিতু মনির। একটি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ ও লতা মণ্ডল। সিভারের পরম আরাধ্য উইকেটটা গেছে রুমানার ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে বলতে গেলে এক প্রান্তে একাই আগলে রেখেছিলেন নাহিদা আক্তার। নিজের মতো রান তুলেছেন, আর দেখেছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। ৪৯.৪ ওভারে ২০১ রান তুলেই থেমে যায় বাংলাদেশ। নাহিদ ছাড়া শুধু ওপেনার শামিমা সুলতানাই ৩০ ছাড়ানো স্কোর করতে পেরেছেন (৩৩), বাকিরা ২০ রানও পেরোতে পারেননি। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সিভার, ফ্রেয়া ডেভিস ও চার্লি ডিন, একটি করে উইকেট নাইট, কেট ক্রস ও সোফিয়া ডাঙ্কলির।
২ মার্চ পাকিস্তানের মেয়েদের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা।