>
পরশু শারজায় টি-টোয়েন্টি ম্যাচ খেলেই উমর আকমল গতকাল সকালে ঢাকায়। এরপর হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। শোনা যাচ্ছে, যাতায়াত খরচ পড়েছে নাকি প্রায় ৮০ হাজার টাকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সাদা হেলিকপ্টার থেকে যখন নামলেন, কালো টি-শার্ট, আকাশি-নীল জিনস, চোখে সানগ্লাস—আকমল যেন রুপালি পর্দার নায়ক। কিন্তু নায়ক হতে পারলেন না ম্যাচে। সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে আউট হলেন মাত্র ১ রান করে
শামসুল হক
বিজ্ঞাপন
মন্তব্য করুন