কালের পরিক্রমায় শেষ হচ্ছে আরও একটি বছর। জীবনের আরও অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও চলছে বছরান্তের হিসাবের খেরোখাতা মেলানো। সদ্য সাবেক হতে যাওয়া বছরে ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট অনেক কিছুই উপহার দিয়েছে দর্শকদের

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া, যারা টেস্টে নিজেদের মাটিতে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার কষ্ট একটু হলেও লাঘব করেছে ওয়ানডে সিরিজে এসে। ওদিকে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা বাংলাদেশ উল্টো ওয়ানডেতে ধবলধোলাইয়ের শিকার হয়েছে কিউইদের কাছে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে সিরিজে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের স্মৃতিপটে থাকবে বহুদিন।


সীমিত ওভারের ক্রিকেটে এ বছর সেরা ব্যাটসম্যানদের আলোচনায় শুরুতেই থাকবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি আর রোহিত শর্মা। বিশ্বকাপে দুর্দান্ত খেলে আলোচনায় ছিলেন জস বাটলার, মিচেল মার্শরাও। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক দিয়ে অবশ্য আয়ারল্যান্ডের পল স্টার্লিং থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান মালান, বাংলাদেশের তামিম ইকবাল—সবাই–ই আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপামঞ্চে অস্ট্রেলিয়া দল
ছবি: এএফপি

বোলারদের মধ্যে আলো ছড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজলউডরা। বাংলাদেশ থেকে যথারীতি জাত চিনিয়েছেন সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান।


সম্মানিত পাঠক, আপনার দৃষ্টিতে এ বছর সীমিত ওভারের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান, বোলার আর অলরাউন্ডার কে?