কালের পরিক্রমায় শেষ হচ্ছে আরও একটি বছর। জীবনের আরও অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও চলছে বছরান্তের হিসেবের খেরোখাতা মেলানো। সদ্য সাবেক হতে যাওয়া বছরটায় টেস্ট ক্রিকেট অনেক কিছুই উপহার দিয়েছে দর্শকদের।
নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা থেকে শুরু করে এজাজ প্যাটেলের ইনিংসের দশ উইকেট নেওয়া, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হুংকার, বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ-রক্ষা - টেস্ট অঙ্গনে দেখা মিলেছে অনেক কিছুরই। পুরো বছরে টেস্ট ক্রিকেটে আলো ছড়িয়েছেন কোন কোন ক্রিকেটার?
ব্যাটসম্যানদের আলোচনা করলে সবার আগে নাম আসবে এই পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করা ইংলিশ অধিনায়ক জো রুটের। এতকিছুর পরেও টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান অবশ্য রুট নন, ওই খেতাবটা এখন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেনের দখলে। ওদিকে ভারতের রোহিত শর্মা আর শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নেও খুব বেশি পিছিয়ে নেই। টেস্টে এই বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ দশে আছেন বাংলাদেশের লিটন দাসও। দেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়ে ইতিহাস গড়েছেন কেইন উইলিয়ামসন।
এবার আসা যাক বোলারদের আলোচনায়। টেস্টে এ বছর সফল বোলারদের তালিকার দিকে চোখ বুলালে রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল থেকে শুরু করে যশপ্রীত বুমরা— ভারতীয়দেরই জয়জয়কার দেখা যাবে। আলো ছড়িয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর হাসান আলিও।
ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন আরও একবার দেখিয়েছেন, কেন ইংল্যান্ডের টেস্ট বোলিং আক্রমণ তাঁকে ছাড়া কল্পনাও করা যায় না। র্যাংকিংয়ের দিকে তাকালে বোঝা যায় এই বছরেও প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম সাউদির মতো বোলাররা কতটা ধারাবাহিক ছিলেন।
সম্মানিত পাঠক, আপনার দৃষ্টিতে এ বছর টেস্টে সেরা ব্যাটসম্যান আর বোলার কে ছিলেন? মতামত জানিয়ে দিন ভোটে!