৪০ কোটি রুপি দিয়ে বাড়ি কিনলেন সৌরভ গাঙ্গুলী

ইডেনে দিবারাত্রির টেস্ট ঘিরে নানা আয়োজন করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি

কলকাতার বেহালার বাড়িতে সৌরভ গাঙ্গুলীর বাস ৪৮ বছর ধরে। মানে এ বাড়িতেই তাঁর বেড়ে ওঠা। ক্রিকেট খেলার শুরুও এ বাড়িতেই। এখান থেকে রাজ্য দল এরপর ভারতীয় দলে প্রবেশ, এ বাড়ির স্মৃতিতে মিশে আছে ভারতীয় দলে সৌরভের অধিনায়কত্বও। কালের পরিক্রমায় সৌরভ এখন ভারতীয় ক্রিকেটেরই হর্তাকর্তা। কিন্তু বেহালার পৈতৃক বাড়ি নাকি ছেড়ে দিচ্ছেন তিনি।

হঠাৎ নিজের পৈতৃক বাড়ি ছাড়ছেন কেন সৌরভ! কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অন্য কোনো কারণে নয়, সৌরভ নিজের টাকা দিয়ে একটা বাড়ি কিনেছেন। নিজের কষ্টার্জিত অর্থে তৈরি বাড়িতে থাকতেই তিনি চলে যাচ্ছেন মধ্য কলকাতায়। সেখানে ৪০ কোটি রুপি দিয়ে কিনেছেন নিজের বাড়ি। মূলত মধ্য কলকাতায় থাকলে তাঁর কর্মক্ষেত্রে যাওয়া-আসা সহজ হবে বলেই এই সিদ্ধান্ত। ২৩.৬ কাঠার জমিতে তৈরি হয়েছে বাড়িটি।

২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের পরদিন সকালে নিজের বাড়িতে ভেঙে পড়া গাছ সরাচ্ছেন সৌরভ
ফাইল ছবি

এ ব্যাপারে সৌরভ টেলিগ্রাফকে জানিয়েছেন, ‘খুব ভালো লাগছে নিজের বাড়িতে যেতে পারছি বলে। আসলে মধ্য কলকাতায় থাকলে আমার কাজের জায়গায় যাওয়া-আসা সহজ হয়ে যায়। আমার জন্যও সুবিধা হয়।’

বেহালার পৈতৃক বাড়ির জন্যও মন খারাপ লাগছে সৌরভের, ‘এ বাড়িতেই বড় হয়েছি। এটা আমার মা–বাবার বাড়ি। কত স্মৃতি। ছেড়ে যেতে মন খারাপ লাগছে। ৪৮ বছর বাস করা কোনো জায়গা ছেড়ে যাওয়াটা খুবই কঠিন।’

সৌরভের নতুন বাড়িটির আগের মালিক ছিলেন অনুপমা বাগড়ি নামের এক ব্যবসায়ীর। তাঁর কাকা কেশব দাস বিনানি ও ছেলে নিকুঞ্জ বাগড়ির কাছ থেকেই সৌরভ বাড়িটি কিনেছেন। জমিটির মালিকানা অবশ্য এখন সৌরভের একার নয়। তাঁর মা, স্ত্রী ডোনা গাঙ্গুলী ও মেয়ে সানা গাঙ্গুলীও এই সম্পত্তির যৌথ মালিক।