৬০ বছর পর নরি কন্ট্রাকটরের মাথা থেকে ধাতব পাত অপসারণ

নরি কন্ট্রাকটরছবি: ক্রিকইনফো

৬০ বছর আগে, ১৯৬২ সালে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল। সে সফরে ক্যারিবীয় ফাস্ট বোলার চার্লি গ্রিফিথের বাউন্সারে মাথার পেছনে গুরুতর আঘাত পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার নরি কন্ট্রাকটর। গ্রিফিথের বাউন্সারে এমনই গতি ছিল যে কন্ট্রাকটরের মাথার খুলির একটা অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল।

মরেও যেতে পারতেন ভারতের তারকা। শেষ পর্যন্ত সফল এক অস্ত্রোপচারে প্রাণে বেঁচে যান তিনি। চিকিৎসকেরা তাঁর মাথার ভাঙা অংশে একটা ধাতব পাত বসিয়ে দিয়েছিলেন। সেটি নিয়েই এত বছর চলেফিরে বেড়াচ্ছিলেন কন্ট্রাকটর।

অবশেষে ৬০ বছর পর মুম্বাইয়ে আরেকটি অস্ত্রোপচারের মাধ্যমে কন্ট্রাকটরের মাথার সেই ধাতব পাত সরানো হয়েছে।

অস্ত্রোপচারের মাধ্যমে কন্ট্রাকটরের মাথার সেই ধাতব পাত সরানো হয়েছে
ছবি: এএফপি

৮৮ বছর বয়স কন্ট্রাকটরের। সম্প্রতি মাথায় ব্যথা অনুভব করছিলেন তিনি। চিকিৎসকেরা পরীক্ষা করে সেই ধাতব পাত সরিয়ে ফেলার পরামর্শ দেন। কন্ট্রাকটরের ছেলে হোশেদার কন্ট্রাকটর ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তাঁর বাবা ভালো আছেন। খুব শিগগিরই মুম্বাইয়ের হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হোশেদার বলেছেন, ‘বাবার মাথার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি ভালো আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা যখন অস্ত্রোপচারের কথা বললেন, তখন আমরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম।’

৮ বছর আগে প্রকাশিত প্রতিবেদনে সেই ঘটনার কথা স্মরণ করেছে দ্য হিন্দু পত্রিকা।

নরি কন্ট্রাকটর ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৩৮টি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলাটা দীর্ঘ হয়নি ৬০ বছর আগে গ্রিফিথের বলে সেই মাথার চোটের কারণে। পরে সুস্থ হয়ে অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেট কিছুদিন খেলেছিলেন। ১৯৫৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর একটি ইনিংস ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি সেদিন ৮১ রানের ইনিংস খেলেছিলেন ভাঙা পাঁজর নিয়ে।

১৯৬২ সালে গ্রিফিথের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ছয় দিন অচেতন ছিলেন কন্ট্রাকটর। সে সময় তাঁর অস্ত্রোপচারে প্রচুর রক্ত লেগেছিল। রক্ত দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ফ্রাঙ্ক ওরেল, তাঁর ভারতীয় সতীর্থ চান্দু বোর্দে, বাপু নাদকার্নি, পলি উমরিগড় ও ভারতীয় ক্রীড়া সাংবাদিক কেএন প্রভু। এরপরও বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁর। পরে চেন্নাইয়ের (তখন মাদ্রাজ) একটি হাসপাতালে তাঁর মাথায় ধাতব পাত বসানো হয়েছিল।