৬ বছর পর ফিরেই রেকর্ড ক্যারিবিয়ান স্পিনারের
গল টেস্টে আজ দ্বিতীয় দিন সকালটা মোটেও ভালো কাটেনি শ্রীলঙ্কার। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ১ উইকেটে ১১৩ রান নিয়ে খেলা শেষ করেছিল স্বাগতিক দল।
আজ দ্বিতীয় দিনে প্রথম সেশনের মধ্যেই ৯১ রান তুলতে বাকি ৯ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে মোট ২০৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৬৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নেন ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার ভিরাস্যামি পেরমল। টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
গল টেস্টের আগে পেরমাউল সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে কিংস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ সময়ের মাঝে দেশের হয়ে টানা ন্যূনতম ৫০ টেস্টে দলে সুযোগ না পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে ফিরেই ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন পেরমল।
টেস্টে এশিয়ার মাটিতে ক্যারিবিয়ান দুই বাঁহাতি স্পিনারের ইনিংসে সেরা বোলিংয়ের নজির দেখা গেল আজ—আরেক বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫০ রানে ৪ উইকেট নেন।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হয়েছে অর্ধেকের একটু বেশি সময়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন পাতুম নিশাঙ্কা। ব্যাটিং অর্ডারের শেষ দিকে কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ টিকতে পারেননি।
টেস্ট ইতিহাসে এ নিয়ে চতুর্থবারের মতো ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট নিলেন। ৪২ রানে কাল আউট হওয়া দিমুথ করুনারত্নের উইকেটটি নেন অফ স্পিনার রোস্টন চেজ।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৭.৪ ওভার পর্যন্ত জুটি গড়েন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রাফেট ও জেরমাইন ব্ল্যাকউড। দুজনের ৬২ রানের এ জুটি ভাঙেন লঙ্কান বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমে।
৪৪ রান করা ব্ল্যাকউডকে তুলে নেন তিনি। ব্রাফেট (২২*) ও এনক্রুমা বোনার (১*) অপরাজিত আছেন।