৯ বছর পর এবার তিনি বাড়ি যাবেন
জীবনে কিছু অর্জনের আশা সবারই থাকে। সবাই স্বপ্ন দেখেন বড় কিছু হওয়ার। সেই স্বপ্ন পূরণে কাজ করে যান নিরলস। ভারতের স্পিনার কুমার কার্তিকেয়াও সেই দলেরই একজন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রেমে পড়েন ২৪ বছর বয়সী কার্তিকেয়া। একদিন বড় ক্রিকেটার হবেন, ক্রিকেট খেলে বড় কিছু অর্জন করবেন—এই স্বপ্ন পূরণের আশা নিয়ে ৯ বছর আগে বাড়ি ছেড়েছিলেন উত্তর প্রদেশের সুলতানপুরের ছেলে কার্তিকেয়া।
৯ বছরের মধ্যে একটিবারের জন্যও বাড়িতে যাননি কার্তিকেয়া। প্রতিজ্ঞা করেছিলেন, ক্রিকেটে কিছু অর্জন করেই তবে বাড়িতে ফিরবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে কার্তিকেয়ার। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছে তাঁর। কিছু পাওয়ার আশায় বাড়ি ছাড়ার ফল পেয়েছেন নিজেকে ‘রহস্য স্পিনার’ হিসেবে পরিচয় দেওয়া কার্তিকেয়া। স্বপ্ন পূরণ হওয়ায় ৯ বছরের পর এবার তিনি বাড়ি ফিরবেন!
অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন কার্তিকেয়া। ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট। ম্যাচসেরা অবশ্য হয়েছেন ৩৯ বলে ৫১ রান করে মুম্বাইকে ৫ উইকেটের জয় এনে দেওয়া সূর্যকুমার যাদব। ম্যাচসেরা হতে পারেননি, তবে আইপিএলে খেলতে পেরেই নিজকে ভাগ্যবান মনে করেন কার্তিকেয়া। মুম্বাই অবশ্য বাঁহাতি এই স্পিনারকেই ভাবতে পারে সৌভাগ্যের প্রতীক। এবারের আইপিএলে টানা ৮ ম্যাচ হারার পর প্রথম জয়টি তাঁরা যে পেয়েছে কার্তিকেয়ার অভিষেকের দিনই।
দুই ইনিংসের বিরতির মধ্যে কার্তিকেয়া বললেন জীবনে কিছু পেয়ে কত খুশি হয়েছেন, সেই কথা, ‘আমি একজন রহস্য বোলার। খুব ভালো লাগছে। যখন জানতে পারলাম যে আমি এ ম্যাচে খেলব, একটু নার্ভাস লাগছিল। কিন্তু আগের রাতে আমি সব ব্যাটসম্যানকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রেখেছিলাম। স্যামসনের প্যাডের ওপর বল করার চেষ্টা করেছি। শচীন স্যারের পরামর্শ আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।’
কার্তিকেয়ার কথা বলার শেষ এখানেই নয়। নিজের আনন্দের কথা জানিয়ে তিনি বললেন বাড়ি ফেরা নিয়ে, ‘আমি ৯ বছর ধরে বাড়ি যাই না। সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনে কিছু অর্জন করতে পারলেই বাড়ি ফিরব। মা ও বাবা আমাকে সব সময়ই ফোন করে। কিন্তু আমি কিছু না পেয়ে বাড়ি না ফেরার ব্যাপারে বদ্ধপরিকর ছিলাম। এখন আমি বাড়ি ফিরতে পারব। আইপিএলের পর বাড়িতে যাব আমি।’