করাচি টেস্টে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে বাইশ গজের বাইরে আরেক লড়াইও চলছে বাবর আজমদের। দলে একের পর এক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ছেন। একজন সুস্থ হয়ে ফিরছেন, তো আরেকজন অসুস্থ হচ্ছেন। পরিস্থিতি এমন যে ফিল্ডিংয়ে বেশির ভাগ সময়ই একাদশের বাইরে থাকা একাধিক ক্রিকেটার মাঠে রাখতে হচ্ছে।

মূলত ভাইরাস ও পেটের পীড়ার কারণেই পাকিস্তান দলে অসুস্থতা হানা দিয়েছে। এ কারণে কামরান গুলামকে আজ হাসপাতালেও পাঠাতে হয়েছে। জিও টিভির খবরে বলা হয়, কামরান ডায়রিয়ায় ভুগছেন বলে নিশ্চিত করেছে পিসিবি।

কামরান করাচি টেস্টের একাদশে নেই। তবে তৃতীয় দিনের বেশির ভাগজুড়ে মাঠে ফিল্ডিং করে ছিলেন। কামরানকে নামতে হয়েছিল আগা সালমানের জায়গায়। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১০৩ রান করা সালমান অসুস্থতা বোধ করায় তৃতীয় দিন মাঠে নামেননি।

আরও পড়ুন

একাদশে না থেকেও নেতৃত্ব দিয়ে বিতর্কে রিজওয়ান

তৃতীয় দিন বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন না অধিনায়ক বাবর আজম ও টপ অর্ডার ব্যাটসম্যান শান মাসুদও। তাঁরা ভাইরাস ফ্লুতে ভুগছেন বলে জানিয়েছে পাকিস্তান দলীয় সূত্র। বাবর অবশ্য চতুর্থ দিন সকালে মাঠে নেমে বোলিংও করেছেন। তবে লাঞ্চ বিরতির পর মাঠে নামেননি। দল পরিচালনা করছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। কামরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আগা সালমানকে মাঠে নামতে দেখা গেছে।

আরও পড়ুন

‘সৌভাগ্যবান’ উইলিয়ামসনের ৭২৩ দিন পর সেঞ্চুরি

চলমান করাচি টেস্টে মাঠের বাইরের মতো ভেতরেও অবশ্য স্বস্তিদায়ক অবস্থায় নেই পাকিস্তান। বাবরদের প্রথম ইনিংসে তোলা ৪৩৮ রান এরই মধ্যে কেইন উইলিয়ামসনরা পেরিয়ে গেছেন।

এ প্রতিবেদন লেখার সময় ১৪০ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ১৭১ আর ইশ সোধি ৬২ রানে ব্যাট করছিলেন।