ওয়াসিম আকরামের সঙ্গে বাবর আজমের বিবাদ—কদিন আগে এমন খবর রটে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেটপাড়া ও সংবাদমাধ্যমে। সেই খবর নিয়ে এত দিন চুপই ছিলেন আকরাম ও বাবর। তবে এবার খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার আকরাম। বলেছেন, বাবরের সঙ্গে তাঁর কোনো মনোমালিন্য নেই। পাকিস্তানের অধিনায়ককে নিজের ছেলের মতো বলেও মন্তব্য করেছেন সর্বকালের অন্যতম সেরা এই পেসার।

আরও পড়ুন

বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

দুবাইয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন উড়োখবরের জন্য কিছু সাংবাদিককে দায়ী করেছেন আকরাম, ‘বাবরকে নিয়ে আমি কখনোই বিরক্ত ছিলাম না। আমাদের দেশে কিছু সাংবাদিক আছে, যারা এ ধরনের খবর প্রকাশ করে। তাদের কাজ শুধু টুইটারে। তারা খাবার খায় না, চা পান করে না। তারা ২৪ ঘণ্টা টুইটারে থাকে। তাদের সঙ্গে আমার একবারও দেখা হয়নি।’

মাঠের বাইরে সময়টা ঠিক ভালো কাটছে না বাবরের
ফাইল ছবি

বাবরকে করাচি কিংস থেকে পেশোয়ার জালমিতে পাঠানো নিয়েও কথা বলতে হয়েছে আকরামকে। করাচি কিংসের এই বোলিং কোচের দাবি, বাবরের দল বদলানোর সিদ্ধান্তে তাঁর কোনো হাত ছিল না; বরং মালিকপক্ষের সিদ্ধান্তে এটি হয়েছে বলে মন্তব্য করেছেন আকরাম, ‘খেলোয়াড় বেচাকেনা লিগ ক্রিকেটে খুবই স্বাভাবিক ব্যাপার। এটা আমার দল না, এটা মালিকের দল। আমি নিয়মিত বাবরের সঙ্গে কথা বলি। সে আমার ছেলের মতো। কেন আমি তাকে নিয়ে বিরক্ত হব? আমি তাকে পুরোপুরি সমর্থন করি।’

আরও পড়ুন

‘ইমরান খান’ হতে পারলেন না বাবর আজম

গুঞ্জন আছে, বাবরকে অধিনায়কত্ব থেকে সরাতে চান পিসিবির নতুন কর্তারা। এমন কঠিন সময়ে বাবরকে পুরোপুরি সমর্থন দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন আকরাম, ‘অধিনায়ককে আমাদের সমর্থন দিতে হবে। আমি এটা বলছি, কারণ, আমি নিজে সাতজন অধিনায়কের অধীনে খেলেছি। যদি আপনার অধিনায়ক অনভিজ্ঞ হয়, তবে তাকে সরানো ভালো কোনো কিছু বয়ে আনবে না।’