লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। বাংলাদেশ-পাকিস্তান সর্বশেষ পাঁচ ওয়ানডের হিসাব বাংলাদেশের পক্ষে কথা বলে।
পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। হার শুধু লর্ডসে ২০১৯ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচে। এরপর গত চার বছরে ওয়ানডের বাংলাদেশ যেমন এগিয়েছে, পাকিস্তানও চলেছে দুর্বার গতিতে। ওয়ানডে র্যাঙ্কিংয়েই এখন তারা ১ নম্বর দল। নিজেদের সর্বশেষ ১০ ওয়ানডেতে হার মাত্র ১টিতে।
মুলতানে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ের পর পাল্লেকেলেতে বৃষ্টি জিততে না দিলেও ভারতকে ২৬৬ রানে অলআউট করেছিল পাকিস্তান। অর্থাৎ, এবার এশিয়া কাপে দারুণ ছন্দেই আছে বাবর আজমের দল।
বাংলাদেশ দলে চোটের আঘাত আছে। ফর্মে থাকা ব্যাটসম্যান নাজমুল হোসেন ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারলেও আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৮৯ রানের জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এখন সামনে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা পাকিস্তান। বাংলাদেশ কি পারবে বাবর আজমের দলকে হারাতে?
পাঠক, ভোটে আপনার মত দিন।