অবশেষে বার্সেলোনায় ফেরান তোরেস
ফেরান তোরেস স্পেনে ফিরছেন, নাম লেখাচ্ছেন বার্সেলোনায়; বেশ কয়েক দিন ধরেই ইউরোপের ফুটবল আকাশে ভেসে বেড়াচ্ছিল খবরটি। একই সঙ্গে আলোচনা হচ্ছিল, চরম অর্থসংকটে পড়া বার্সেলোনা ফেরান তোরেসকে কীভাবে দলে ভেড়াবে, তা নিয়েও। অবশেষে বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এল, ফেরান তোরেসের সঙ্গে চুক্তি করে ফেলেছে ক্যাম্প ন্যুর দলটি।
ম্যানচেস্টার সিটি থেকে তোরেসকে দলে টানতে ৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে বার্সেলোনা। ২১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে বার্সেলোনার চুক্তিটি পাঁচ বছরের জন্য। গতকাল ক্যাম্প ন্যুতে তাঁর মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে তোরেসের সঙ্গে বার্সেলোনার চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে ১ জানুয়ারি। সেদিনই শুরু হবে শীতকালীন দলবদল। ৩ জানুয়ারি বার্সেলোনার সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে তোরেসকে।
ভ্যালেন্সিয়া থেকে গত বছরের আগস্টে তোরেসকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। দলে নাম লেখানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যান সিটির হয়ে ৪৩ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন তোরেস। ৪টি গোলে করেছেন সহায়তা। গোল করা আর করানোয় প্রায় সমান দক্ষ একজন ফরোয়ার্ডকে দলে পেয়ে খুব খুশি বার্সেলোনার কর্তৃপক্ষ। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে তোরেসের সঙ্গে চুক্তির খবর দিয়ে লেখা হয়েছে, ‘২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত আমাদের সঙ্গে চুক্তি করেছেন ফেরান তোরেস। তাঁর বাইআউট ক্লজ ১০০ কোটি ইউরো। তাঁর মতো একজন খেলোয়াড়কে পেয়ে আমরা খুব খুশি।’
তোরেসের ম্যান সিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সেখানে তাঁকে শুভকামনা জানিয়ে তারা লিখেছে, ‘গত মৌসুমটা তাঁর জন্য ছিল নতুন একটি দেশে প্রথম। কিন্তু তিনি ভালোই মানিয়ে নিয়েছিলেন। তিনি সব সময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছেন। দলের জন্য কঠিন পরিশ্রম করেছেন। চোট তাঁকে এ মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে দেয়নি। কিন্তু ফেরান এমন একজন খেলোয়াড়, যাঁর সঙ্গে কাজ করাটা আমরা উপভোগ করেছি। বার্সেলোনা ও তাঁর ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা রইল।’