অবিশ্বাস্য শিকে জয়ে শুরু চেক প্রজাতন্ত্রের

শিক দারুণ দুটি গোল করেছেন আজ।ছবি: রয়টার্স

প্যাট্রিক শিক!

ইউরোর চতুর্থ দিনে আর কোনো নাম উচ্চারণ করার কোনো সুযোগ দেননি চেক স্ট্রাইকার। এক মাসব্যাপী এক টুর্নামেন্টের চতুর্থ দিনেই টুর্নামেন্টের সেরা গোল করে ফেলার পর আসলে কোনো সুযোগ থাকেও না।

দুর্দান্ত একজন স্ট্রাইকার দলে থাকলে কীভাবে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে পাওয়া যায়, সেটা দেখিয়ে দিল চেক প্রজাতন্ত্র। গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে চেকরা। গ্লাসগোতে ঘরের মাঠে স্কটিশদের হারের কারণ তাঁদের একজন ‘শিক’ নেই বলেই।

১০ মিনিটের ব্যবধানে দুটি গোল করেছেন শিক। তবে ৫২ মিনিটের গোলটার বর্ণনাই আগে দিতে হবে। তেড়েফুঁড়ে আক্রমণে উঠেছিল পিছিয়ে পড়া স্কটিশরা। ডিফেন্ডার জ্যাক হেন্ডরি দূরপাল্লার এক শট থেকে গোল করার চেষ্টা করেছিলেন। কিন্তু সে বল চেক মিডফিল্ডার সুচেকের গায়ে লেগে মাঝমাঠের দিকে চলে গেল।

বলটা নাগালে পেয়েই ছুট লাগালেন শিক। বল নিয়ে মাঝমাঠ পেরিয়ে এগোনোর পরিকল্পনা ছিল। কিন্তু তাঁর চেয়ে এগিয়ে ছিলেন আরও দুই স্কটিশ ডিফেন্ডার। কিন্তু দল আক্রমণে দেখে স্কটিশ গোলকিপার ডেভিড মিচেলকে অনেকটা এগিয়ে আসতে দেখে আর দেরি করলেন না। প্রায় মাঝমাঠ থেকেই শট নিলেন। প্রায় ৫০ গজ দূর থেকে মারা সে শট নেওয়া দেখে পেছাতে শুরু করেছিলেন মিচেল। কিন্তু হাঁচড়ে-পাঁচড়েও সে বল জালে যাওয়া ঠেকাতে পারেননি। গোল!

শিকের প্রথম গোল।
ছবি: রয়টার্স

পরিসংখ্যান জানাচ্ছে, ইউরোতে দূরপাল্লায় এর চেয়ে এগিয়ে নেই আর কোনো গোল। তবে ৪৯.৭ গজ দূর থেকে করা সে গোল যে বিশেষ কিছু, সেটা এই পরিসংখ্যান না জানলেও বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। টুর্নামেন্টের বাকি সময়টা বাকি সব স্ট্রাইকারকে এই গোলকে পেছনে ফেলার চেষ্টা করে যেতে হবে। তাতেও কেউ সফল হবেন বলে আপাতত মনে হচ্ছে না।

শিকের প্রথম গোলটি সে তুলনায় সাধারণ। খেলার বিপরীতে আক্রমণে উঠেছিল চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির কুফল ডান প্রান্ত থেকে ক্রস করলেন আর সবার ওপরে লাফিয়ে উঠলেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার শিক। দারুণ এক হেডে বল জালে চলে গেল। ম্যাচের প্রথম ৪১ মিনিটে ভয়ংকর দাপট দেখানো স্কটল্যান্ডের সব চেষ্টা ওই হেডেই ব্যর্থ।

ভাসিলিক আজ অবিশ্বাস্য খেলেছেন।
ছবি: রয়টার্স

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু ডি-বক্সে শিকের মতো একজন নিখাদ স্ট্রাইকারের অভাব তাদের ভুগিয়েছে। লিন্ডন ডাইকসের কারণে একের পর এক আক্রমণ ব্যর্থ হচ্ছিল।

স্কটিশদের দ্রুত গতির ফুটবলের বদলে ধীরে সুস্থে আক্রমণে ওঠা চেক প্রজাতন্ত্র দ্বিতীয়ার্ধে ভালোই জবাব দিয়েছে। তাই ম্যাচ শেষে যগ্য দল জিতেছে বলতে আপত্তি হবে না কারও। যদিও আক্রমণ সৃষ্টিতে এগিয়ে ছিল স্কটিশরা। আর সুযোগ কাজে লাগানোয় চেক।

অবশ্য চেক গোলকিপার তমাস ভাসলিকও জীবনের অন্যতম সেরা খেলা উপহার দিয়েছেন আজ। ৩২ মিনিটে স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসনের শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছেন। দ্বিতীয়ার্ধে তো অন্তত তিনবার দলকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন ভাসলিক।