অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা গ্রুপ পর্ব পেরোতে পারবে কি?

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরকে হারিয়েছে ১-০ গোলেছবি: রয়টার্স

অলিম্পিকে ফুটবল নিয়ে যাঁদের বেশি আগ্রহ, তাঁদের জন্য আজ দারুণ এক দিন। বাংলাদেশের ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থক ফুটবলপ্রেমীদেরও আজ চোখ অলিম্পিকে থাকবে নিশ্চিত। তবে এর মধ্যে ব্রাজিল সমর্থকেরা যতটা ফুরফুরে মেজাজে ম্যাচ দেখতে পারবেন, আর্জেন্টিনা সমর্থকদের ক্ষেত্রে তা বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সৌদি আরব। আর বিকেল ৫টায় আর্জেন্টিনা নিজেদের গ্রুপ শেষ ম্যাচে নামবে স্পেনের বিপক্ষে।

ম্যাচের আগে গ্রুপের সমীকরণটা জেনে নেওয়া যাক। ‘ডি’ গ্রুপে ব্রাজিল ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে, পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা আইভরি কোস্টেরও পয়েন্ট ৪। তিনে জার্মানি, তাদের পয়েন্ট ৩। গ্রুপে সবার নিচে থাকা সৌদি আরব এখনো কোনো পয়েন্ট পায়নি।

প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারানো ব্রাজিল দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
ছবি: রয়টার্স

আর আর্জেন্টিনার গ্রুপ? ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী হিসেবে স্পেনের পাশাপাশি আছে অস্ট্রেলিয়া ও মিশর। দুই ম্যাচ শেষে স্পেন ৪ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও তিনে থাকা আর্জেন্টিনার পয়েন্ট সমান ৩, গোল ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। মিশর ১ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ।

ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে কোনো শঙ্কা নেই বললেই চলে! ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, হেরে গেলেও গোল ব্যবধানের হিসেবে শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে। শুধু ব্রাজিল বড় ব্যবধানে না হারলেই হলো!

ব্রাজিলের গ্রুপের পয়েন্ট তালিকা।
ছবি: ফিফার ওয়েবসাইট

অবশ্য হারের সম্ভাবনাই তো শূন্যের কাছাকাছি। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরব দুবার জার্মানির বিপক্ষে এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরেছে ঠিকই, কিন্তু দানি আলভেজ, রিচার্লিসন, মালকমসহ তারকায় ভর্তি দল নিয়ে অলিম্পিকে আসা ব্রাজিলের সামনে সৌদি আরবের পাত্তাই পাওয়ার কথা নয়।

তুলনায় আর্জেন্টিনার শেষ আটে যাওয়ার রাস্তা একেবারে ‘দুর্গম গিরি কান্তার মরু!’ একে তো স্পেন এবারের অলিম্পিকে ব্রাজিলের পাশাপাশি সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এসেছে, তার ওপর আজকের ম্যাচে আর্জেন্টিনার সমীকরণও অনেক কঠিন। জিততেই হবে! হার বা ড্র মানেই আর্জেন্টিনা বাদ।

আর্জেন্টিনার গ্রুপের পয়েন্ট তালিকা।
ছবি: ফিফার ওয়েবসাইট

আর্জেন্টিনা জিতলে অবশ্য স্পেন একটু সমীকরণের প্যাঁচে পড়ে যাবে। সে ক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া না জিতলে আসেনসিও-সেবায়োস-পেদ্রিদের স্পেন কোয়ার্টার ফাইনালে যাবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে।

অলিম্পিকে দুটি দলের পয়েন্ট সমান হলে প্রথমে গোল ব্যবধান বিবেচনায় আসবে। এরপর ক্রমান্বয়ে হিসাবে আসবে কার গোল বেশি, মুখোমুখি লড়াই। তাতেও না হলে হলুদ কার্ড, লাল কার্ডের হিসাব।

সব হিসাব বলছে, আর্জেন্টিনা হেরে গেলে তো বাদই, ড্র করলেও কোনো সুযোগ নেই। কারণ আর্জেন্টিনা ড্র করলে গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া জয় বা ড্র পেলেই গ্রুপে দ্বিতীয় হবে, আর মিশর জিতলে মিশর টপকে যাবে আর্জেন্টিনাকে।

সব সমীকরণ মিলিয়ে আর্জেন্টিনা যেতে পারবে কোয়ার্টার ফাইনালে? পাঠক, আপনার মত জানাতে পারেন ভোটে।