আজই শিরোপা নিশ্চিত পিএসজির?

আজই লিগ শিরোপা নিশ্চিত করতে পারে পিএসজিছবি: এএফপি

আজ বাংলাদেশ সময় রাত একটায় অঁজের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। ওদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেই লড়বে নঁতের বিপক্ষে। লিগ শিরোপা চূড়ান্ত করার আজই সুযোগ পেয়ে যাচ্ছে পিএসজি। দুই দলের মধ্যে ১৫ পয়েন্টের ব্যবধান। পিএসজি যদি আজ অঁজেকে হারাতে পারে আর মার্শেই পয়েন্ট হারায়, তাহলে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে ফেলবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

পাঠক, আপনার কী ধারণা, আজই শিরোপা নিশ্চিত করবে পিএসজি? আপনার মতামত জানান ভোটে।