আবারও নারীঘটিত কেলেঙ্কারিতে জড়ালেন রুনি
ফুটবলার হিসেবে ছিলেন দুর্দান্ত। ওয়েইন রুনিকে ইংল্যান্ডের ইতিহাসের শ্রেষ্ঠতম স্ট্রাইকার বললেও ভুল বলা হবে না।
কিন্তু গোটা ক্যারিয়ারজুড়ে ব্যক্তিগত জীবনেও নানান কেচ্ছা-কাহিনির জন্ম দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ওয়েইন রুনি। নারীঘটিত কেলেঙ্কারি, স্ত্রীর সঙ্গে প্রতারণা— এমন অনেক ঘটনার সঙ্গেই জড়িয়েছে তাঁর নাম। এখন ডার্বি কাউন্টির ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক এই ফরোয়ার্ড আবারও অমন এক কারণেই খবরের শিরোনাম হয়েছেন।
তিন স্ন্যাপচ্যাট মডেল কিছু ছবি ছড়িয়ে দিয়েছেন অনলাইনে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মডেলের সান্নিধ্যে আছেন রুনি। কোথাও ঘুমোচ্ছেন, কোথাও বসে বসে ঢুলছেন। ওদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন ছবি দেখে বেশ খেপেছেন রুনি। সরাসরি অভিযোগ করেছেন বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ বিভাগের কাছে।
জানিয়েছেন, তিনি যখন ঘুমোচ্ছিলেন, তখন তাঁর অনুমতি ছাড়াই ওসব ছবি তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে অনলাইনে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন রুনি। সত্য উদ্ঘাটনে এর মধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে পুলিশ বিভাগ।ইউনাইটেডের
প্রাক মৌসুম প্রস্তুতির এক ম্যাচে শনিবার সালফোর্ড সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ডার্বি কাউন্টি। রুনির দল হেরেছে তাতে। হেরেই চায়নাহোয়াইট নাইটক্লাবে কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন রুনি। তবে রুনির সঙ্গে যারা গিয়েছিলেন, তাঁরা জানিয়েছেন রুনি সেখানে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি।
তবে রুনির বিরুদ্ধে এমন অভিযোগ কিন্তু প্রথম নয়। ২০০৮ সালে বান্ধবী কলিন ম্যাকলফলিনকে বিয়ে করেন রুনি। তার আগে ও পরে এমন অনেক ঘটনার সঙ্গেই যুক্ত হয়েছে রুনির নাম। কলিন যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন জেনিফার টম্পসন ও হেলেন উড নামের দুই নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রুনি। এ নিয়ে তাঁর সংসারে অশান্তিও হয়েছে প্রচুর।