আবার হবে চ্যাম্পিয়নস লিগের ড্র

শেষ ষোলোর এই ড্র বাতিল হচ্ছেছবি: টুইটার

ঝামেলাটা হয়েছিল ভিয়ারিয়ালের সঙ্গে কার খেলা হবে, সেটা নিশ্চিত করতে গিয়ে। ড্রতে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে নাম উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের। অথচ ড্রয়ের নিয়ম হলো, একই গ্রুপ থেকে উঠে আসা দলগুলো শেষ ষোলোতে মুখোমুখি হয় না।

সঙ্গে সঙ্গে ইউনাইটেডের নামটা ফেলে দিয়ে নতুন করে ড্র করা হয়েছিল। আর তাতে নাম উঠেছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু এতে একটা কথা উঠে গিয়েছিল। ড্রতে যেহেতু সম্ভাব্য দল হিসেবে ইউনাইটেডের নাম লুকানো বল টানার কথা না এবং একটি বল রেখে আসা হয়েছিল; তাহলে সম্ভাব্য অন্য কোনো প্রতিপক্ষের নাম বাদ পড়েছিল।

এ নিয়ে তুমুল আলোচনার মাঝেই উয়েফা জানিয়ে দিল, আবার নতুন করে ড্র অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটু আগে যাদের নাম প্রতিপক্ষ হিসেবে জেনেছিল সবাই, সেটা ভুলে যেতে হচ্ছে।

আরও পড়ুন

এ ব্যাপারে উয়েফা একটি টুইটে জানিয়েছে, ‘বহিরাগত একটি প্রতিষ্ঠানের সরবরাহকৃত একটি সফটওয়্যার কর্মকর্তাদের কোন দলের আর কোন কোন দলের সঙ্গে খেলার সম্ভাবনা আছে, সেটা জানায়। সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্রতে একটা ভুল হয়েছে। এর ফলে এই ড্র বাতিল বলে গণ্য হলো এবং স্থানীয় সময় বেলা তিনটায় (বাংলাদেশ সময় রাত আটটা) আবার নতুন করে ড্র অনুষ্ঠিত হবে।’

এর ফলে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পিএসজি, অর্থাৎ রোনালদো-মেসি লড়াই দেখার যে সম্ভাবনা জেগেছিল, সেটা আপাতত আর থাকছে না। লে’কিপ জানিয়েছে, ড্রয়ের পরপরই ভিয়ারিয়াল এই ড্র বাতিলের আবেদন করেছে। ওদিকে ভিয়ারিয়ালের ওই কাণ্ডের আগেই নিজেদের ড্র হয়ে যাওয়ায় রিয়াল মাদ্রিদ আবার নতুন করে ড্র হওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, ভিয়ারিয়ালের সে কাণ্ডের আগেই যেহেতু রিয়ালের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে, তাই নতুন করে ড্রতে রিয়ালের অংশ নেওয়ার প্রয়োজন নেই।