আমেরিকান সিডনি ঢাকা ছাড়বেন বিশেষ বিমানে
করোনাভাইরাস আতঙ্কে ঢাকা থেকে নিজ দেশের নাগরিকদের বিশেষ বিমানে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। সে বিমানে আজ ঢাকা ছাড়ছেন বাংলাদেশ পুলিশ ক্লাবের ফুটবলার সিডনি রিভেরা।
প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেলেও চলছিল পুলিশ দলের ক্যাম্প। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর এক প্রকার ঘর বন্দী হয়ে পড়েন সিডনি। আমেরিকায় পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছে থাকলেও ফ্লাইট জটিলতায় পারছিলেন না। অবশেষে নিজের দেশের সহযোগিতায় আজ রাতে ঢাকা ছাড়ার অপেক্ষায় সিডনি।
সিডনির জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেখানেই বেড়ে ওঠা। ২০১৬ সালে পুয়ের্তো রিকোয় ক্লাব দলের হয়ে খেলা শুরু। আর এখন তো পুয়ের্তো রিকো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বই তাঁর কাঁধে। তবে তাঁর পরিবার এখনো থাকেন নিউ জার্সিতেই। করোনা সংকটের এই সময়ে ফিরে যেতে পেরে খুশি সিডনি, ‘মা-বাবার কাছে ফিরে যেতে পেরে ভালো লাগছে। আজ রাতে রওনা হয়ে আগামীকাল ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর কথা। সেখান থেকে সড়ক পথে নিউ জার্সি যাব। সেখানেই আমার পরিবার থাকে।’
পুলিশ ক্লাবের আক্রমণভাগের মূল অস্ত্র সিডনি। ফেডারেশন কাপে ৪ গোল করে হয়েছিলেন সেরা গোলদাতা। টানা দুই ম্যাচে তাঁর জোড়া গোলের ওপর ভর করেই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছিল পুলিশ। যদিও লিগে এখনো আলো ছড়াতে পারেননি। ৫ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র একটি।