আর্জেন্টিনার জন্য আরেক দুঃসংবাদ
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে এমনিতেই কাঁদছে আর্জেন্টিনাসহ পুরো বিশ্ব। এর মধ্যে এল আরেক দুঃসংবাদ। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেহান্দ্রো সাবেয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, পায়ে তরল জমে ফুলে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিন বছর আর্জেন্টিনা কোচের দায়িত্বে ছিলেন সাবেয়া। ছয় বছর আগে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে জার্মানির কাছে ১–০ গোলে হেরেছিল সাবেয়ার আর্জেন্টিনা। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জরুরি ভিত্তিতে লা প্লাতা থেকে ফেডারেল ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।
৬৬ বছর বয়সী সাবেক এই কোচ হৃদ্রোগজনিত সমস্যায় ভুগছেন অনেক দিন ধরেই। বুয়েনস এইরেসে হৃদ্রোগ হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা নিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’–এর আর্জেন্টাইন সংস্করণে জানানো হয়, ঘরে থাকতে শারীরিকভাবে সমস্যাবোধ করেন সাবেয়া। চিকিৎসক এসে তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন। সাবেয়া নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান বলে জানায় সংবাদমাধ্যমটি।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদকর্মী ফেনো তারতাগ্লিয়া টুইট করেন সাবেয়ার অসুস্থতা নিয়ে, ‘সাবেয়া গত রাতে ডিয়েগোর মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েন, হৃদ্রোগের সমস্যা থাকায় চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন। বিপদ এড়াতে বেলগ্রানোর হাসপাতালে নানা শারীরিক পরীক্ষা করার কথা বলেছেন।’
২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলোয়াড় বদল নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন সাবেয়া। এজেকুয়েল লাভেজ্জির বদলে সের্হিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েইনের জায়গায় রদ্রিগো পালাসিওকে মাঠে নামিয়েছিলেন সাবেয়া।
তিনি এ সিদ্ধান্তের কারণে সমালোচিত হলেও আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে প্রশংসা করেছিলেন সাবেয়ার কৌশলের। এর আগে ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খেলতে এসেছিল বাংলাদেশে। সে দলের কোচ ছিলেন সাবেয়া।