আর্জেন্টিনা ম্যাচের আগে নৈশ ক্লাবে নেইমারের নাচানাচির ভিডিও ব্রাজিলের টিভিতে

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে উরুতে চোট পান নেইমারছবি: এএফপি

আর্জেন্টিনার বিপক্ষে গত পরশু ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে গোলশূন্য ড্র করে ব্রাজিল। এ ম্যাচ সামনে রেখে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু ম্যাচের আগের দিনই ব্রাজিল জানিয়ে দেয়, ঊরুতে চোট পেয়েছেন নেইমার।

এ কারণে আর্জেন্টিনার বিপক্ষে তাঁকে মাঠে নামানো হয়নি। ফ্রান্সে তাঁর ক্লাব পিএসজিতে ফেরত পাঠানো হয়। এটুকু হলো ‘অফিশিয়াল’ খবর। আজ এ খবরের ভেতর থেকে নতুন এক বিতর্ক উসকে দিল ব্রাজিলের টিভি অনুষ্ঠান ‘ওস দনোস দা বোলা’—নেইমার তার কেন্দ্রবিন্দুতে।

টিভি অনুষ্ঠানে জানানো হলো, ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের আগে সাও পাওলোতে নৈশ ক্লাবের পার্টিতে নাচানাচি করতে দেখা গেছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকার নাচে মত্ত হওয়ার ফুটেজও প্রকাশ করেছে টিভি অনুষ্ঠানটি।

ব্রাজিলের টিভি অনুষ্ঠান ‘ওস দনোস দা বোলা’র একটি মুহূর্ত
ছবি: টুইটার

পিএসজি তারকার সমালোচনা করে অনুষ্ঠানটির সঞ্চালক বলেন, ‘মাংসপেশিতে ব্যথা নিয়ে আপনি খেলতে পারেন। পায়ের হাড়ের ব্যথায়ও খেলতে পারেন। (আমার) নিজেরটা ভেঙেছিল, এ চোট নিয়েও খেলা সম্ভব। কিন্তু মাংসপেশি কিংবা ঊরুতে চোট নিয়ে কেউ এভাবে নাচতে পারে না।’

নেইমারকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। তিন সপ্তাহ আগেও তাঁর মাঠের বাইরের জীবন নিয়ে সমালোচনা হয়। খেলার চেয়ে তাঁর মাঠের বাইরের জীবনেই নাকি বেশি মনোযোগ।

ইউটিউব চ্যানেল ‘ফুইর ক্লিয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে এর জবাব দিয়েছিলেন নেইমার, ‘লোকে বলে নেইমার নিজের যত্ন নেয় না। সে এটা করে, ওটা করে। আমার প্রশ্ন হলো, নিজের যত্ন না নিয়ে কীভাবে ১২ বছর শীর্ষে থাকা যায়? আমি নিজের যত্ন নিতে জানি। ব্যক্তিগত ফিজিও ফিটনেস কোচ আছেন, তাঁরা ২৪ ঘণ্টাই আমার যত্ন নেন। সেটা কিসের জন্য? কোনো কারণ ছাড়াই?’

পিএসজি তারকা এরপর সরাসরি বলেন, ‘সময় পেলে বাইরে যাই। যখন জানি যে পরের দিন অনুশীলন নেই, তখন বাইরে যাই। আমি এর কোনো কিছুই থামাব না। মাঠে আমার খেলার সমালোচনা করুন। এটা নিয়ে কথা বলা আমি মেনে নেব। কিন্তু মাঠের বাইরের বিষয় নিয়ে সমালোচনা মানব না।’