default-image

১৭ মাস ধরে বেকার আর্সেন ওয়েঙ্গার। আক্ষরিক অর্থে বেকার বলাটা ভুল, কারণ বেইন স্পোর্টসে বিশ্লেষক হিসেবে দেখা দিয়েছেন। কিন্তু ৩৪ বছর কোচ হিসেবে জীবন কাটানো একজনের কী আর এটুকুতে চলে? এমন নয় যে প্রস্তাব পাননি, কিন্তু আর্সেনালের প্রতি ভালোবাসায় এতটুকুও টান না পড়ায় সব ফিরিয়ে দিয়েছেন ওয়েঙ্গার।

কোচিং ক্যারিয়ারের দুই-তৃতীয়াংশ সময় আর্সেনালেই কাটিয়েছেন ওয়েঙ্গার। ২০১৭/১৮ মৌসুম শেষে ২২ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। আর্সেনাল ক্যারিয়ারের শেষ দিকে ব্যর্থ হলেও প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর কাছে তাঁর গুরুত্ব কমেনি। কিন্তু সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন ওয়াঙ্গার, ‘আমি প্রথমে একজন আর্সেনাল সমর্থক এবং এর পর আমি একজন পেশাদার মানুষ। আমি তো কাজ করা থামিয়ে দিতে পারি না। আমি প্রিমিয়ার লিগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি আর্সেনালের সঙ্গে খুব বেশি জড়িত। আমি ইংল্যান্ডে কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি সব।’

স্কাই স্পোর্টস নিউজের সঙ্গে কথোপকথনে ক্লাবগুলোর নাম অবশ্য বলেননি ওয়েঙ্গার, ‘আমি বলতে চাই না কারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। কারণ সে দলগুলোর দায়িত্বে এখন অন্যরা আছে এবং তাদের সঙ্গে অন্যায় করা হবে তাহলে।’

আর্সেনালে যোগ দিয়ে ইংলিশ ফুটবলের প্রচলিত খেলার ধরন বদলে দিয়েছিলেন ওয়েঙ্গার। পুরো মৌসুম অপরাজিত থাকার মতো কীর্তিও করে দেখিয়েছিলেন আর্সেনালকে। টানা ২০ বছর দলকে শীর্ষ চারে রেখেছেন। শুধু শেষ দুই মৌসুমে সে কাজ করতে ব্যর্থ হয়েছিলেন ওয়েঙ্গার। ফ্রেঞ্চ কোচ তাই আর্সেনালে কাটিয়ে দেওয়া সময় নিয়ে গর্বিত, ‘মানুষ সব সময় বাড়তি কিছু চায়, আমি জানি এটাই স্বাভাবিক। আমরা অনেক জিতেছি এবং আমরা একটা স্টেডিয়াম (এমিরেতস) বানিয়েছি। কোন পরিস্থিতিতে সেটা বানিয়েছি এখন সেটা বলে বোঝানো কঠিন। কারণ বর্তমানে এর পাঁচ গুণ আয় করে ক্লাব। আমরা যখন স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নিয়েছি তখন ক্লাবের আয় ছিল ৯০ মিলিয়ন ইউরো। আর স্টেডিয়াম বানানোর ব্যয় ছিল ৪৩০ মিলিয়ন ইউরো। তাই অনেক চাপ ছিল এবং সে পরিস্থিতি থেকে আর্থিকভাবে সবল অবস্থায় আসা প্রায় অবিশ্বাস্য ছিল।’

ওয়েঙ্গারের অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ফিফা সেটা কাজে লাগানোর চেষ্টা করেছিল ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান বানিয়ে। কিন্তু কোচিংকে ভালোবাসা ওয়েঙ্গার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0