আসেনসিওর গোলে দম ফেলার জায়গা পেল রিয়াল

গোলের উদ্‌যাপনে জার্সিই খুলে ফেললেন আসেনসিওছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট

লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা সেভিয়া গতরাতে পয়েন্ট হারিয়েছে। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাদার বিপক্ষে আজকের ম্যাচটা তাই রিয়াল মাদ্রিদের জন্য ছিল শিরোপাদৌড়ে আরও এগিয়ে যাওয়ার।

ম্যাচে ৬৬ শতাংশ সময়ে বলের দখল, গ্রানাদার ৭ শটের বিপরীতে রিয়ালের ২৪ শট, গ্রানাদার পোস্টেই ১১ শট বলে, রিয়াল মাদ্রিদ চেষ্টার কমতি রাখেনি। তবে চেষ্টার বিপরীতে ফল যেন ধরা দিতেই চাইছিল না।

তবে ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে মার্কো আসেনসিওর বাঁ পায়ের জোরাল শটে শেষ পর্যন্ত স্বস্তি মিলেছে রিয়ালের। শেষ পর্যন্ত ১-০ গোলেই জিতেছে রিয়াল।

এ জয়ে ২৩তম ম্যাচ শেষে গায়ের সঙ্গে লেগে থাকা সেভিয়াকে একটু দূরে রাখতে পারল কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩, সেভিয়া ৬ পয়েন্ট পিছিয়ে আছে দুই নম্বরে।

চোটে পড়া করিম বেনজেমার বদলে ইসকোকে 'ফলস নাইনে' খেলিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, মাঝমাঠে কাসেমিরার বদলে কামাভিঙ্গা। তবে শুরুটা গ্রানাদারই ভালো হয়েছে। আন্তোনিও পুয়ের্তাস শুরুতেই পরীক্ষা নিয়েছেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার।

ইসকোকে ফলস নাইন হিসেবে খেলিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি
ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট

তবে এরপর রিয়াল আস্তে আস্তে ম্যাচে ফেরে। আসেনসিওর শট ফেরান গ্রানাদা গোলকিপার, দানি কারভাহালের ক্রস ঠেকাতে গিয়ে গ্রানাদা ডিফেন্ডার কার্লোস নেভা তো আটমোগহাটি গোল করেই ফেলেছিলেন!

দ্বিতীয়ার্ধে রিয়াল হ্যাজার্ড ও ইয়োভিচকে নামানোর পর রিয়ালের ফুটবলে গতি আরও বেড়েছে। তবে গোলের জন্য ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

শেষদিকে ম্যাক্সিম গোনালনস বক্সে হ্যাজার্ডকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল, তবে ভিএআরে দেখে সিদ্ধান্ত বদলান রেফারি।

এদিকে ইতালিতে জুভেন্টাস নিজেদের মাঠে লিগে ২-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনাকে। দুই অর্ধে গোল দুটি করেছেন জানুয়ারির দলবদলে ক্লাবে যোগ দেওয়া দুই খেলোয়াড় - ১৩ মিনিটে গোল স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ, ৬১ মিনিটে দেনিস জাকারিয়া।