উড়ছে কিংস, উড়ছেন রবসনও

দুর্দান্ত খেলেছেন রবসনছবি: প্রথম আলো

বসুন্ধরা কিংসের মাঠ থেকে এর আগে পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ পুলিশ, রহমতগঞ্জ ও শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ নিজেদের মাঠে টানা চতুর্থ ও চলতি লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে কিংস। মোহামেডানের বিপক্ষে তারা জিতেছে ২-০ গোলে।

স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হার দিয়ে লিগ শুরু। এরপর আর পেছনে তাকাতে হয়নি চ্যাম্পিয়নদের। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে কিংস। অন্যদিকে সিলেটে আবাহনী লিমিটেডের কাছে হারের পর আজ আবার হারল মোহামেডান। সাত ম্যাচে তাদের পয়েন্ট ৯।

আজ তো বলতে গেলে প্রথম ২০ মিনিটেই ম্যাচ শেষ। স্কোরলাইন তখন ২-০। কিংসের মতো দলের সঙ্গে ২ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরা অনেক কঠিন যেকোনো দলের জন্যই। উপরন্তু ৪৭ মিনিটে মোহামেডান ১০ জনের দলে পরিণত হলে ফেরার লড়াইটা আরও কঠিন হয়ে যায়। কিন্তু ১০ জনের মোহামেডানই বরং তুলনামূলক ভালো খেলেছে।

কিংসের জার্সিতে আজ নিজের অভিষেক গোল করেছেন জাতীয় দলের স্ট্রাইকার সুজন রেজা। কিংসে তিনি নাম্বার নাইন পজিশনে খেলছেন। এলিটা কিংসলির জায়গায় একাদশে সুযোগ পেয়ে সুমন দূর করেছেন মৌসুমে নিজের গোল–খরা। গোলের কারিগর বলা যেতে পারে ইব্রাহিম ও মাহাদিকে। মোহামেডানের বক্সে ঢুকে ইব্রাহিমের বাড়ানো বল অনেকটা ব্যাক হিলের মতো করে মাদাদি পাঠান সুমনের কাছে। সেই বল মাপা শটে জালে পাঠান সুমন।

গোলের পর বসুন্ধরার খেলোয়াড়দের উদযাপন
ছবি: প্রথম আলো

২০ মিনিটে ২-০। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দা সিলভা এককভাবে বক্সে ঢুকে প্লেসিং করেন জালে। এই গোল করে রবসন আবারও দেখালেন, কেন তিনি সেরা। ফুটবলারদের পায়ে ঝলক হারিয়ে গেছে বলে যাঁরা আফসোস করেন, তাঁরা মাঠে এসে রবসনের খেলা দেখলে আনন্দ পাবেন নিশ্চিত।

চলতি লিগে টানা জয়ে কিংস যেন উড়ছে, তেমনি সাত ম্যাচে আজ নিজের ষষ্ঠ গোল করে উড়ছেন রবসনও। ম্যাচ শেষে অবশ্য নিজে কৃতিত্ব নিতে চাইলেন না, ‘আমাদের দলে আছে সেরা স্থানীয় খেলোয়াড়েরা। আছে ভালো কোচ। সবাই মাঠে পরিশ্রম করছে এবং দলকে জয় পেতে সাহায্য করছে। আমার পক্ষ থেকেও যা করা প্রয়োজন, সেটা আমি করছি।’

বসুন্ধরার সুমন রেজার গোল উদযাপনের সময় এভাবে তাঁর বুটের ফিতা বেঁধে দিলেন বিশ্বনাথ
ছবি: প্রথম আলো

মোহামেডানের মূল ভরসা মালির স্ট্রাইকার ও অধিনায়ক সোলেমান দিয়াবাতে তেমন কিছুই করতে পারেননি। পরীক্ষায় ফেলতে পারেননি কিংসের গোলকিপার আনিসুর রহমানকে। এর মধ্যেই ৪৭ মিনিটে সাদা–কালোরা হয়ে যায় ১০ জনের দল।

মাঝমাঠের পার্শ্বরেখা ঘেঁষে বল নিয়ে এগোচ্ছিলেন রবসন। এ সময় তাঁকে বাধা দেন মোহামেডানের মিডফিল্ডার অনিক হাসান। এরপর ছোট্ট একটা জটলা, দুই দলের ফুটবলারদের হালকা ধাক্কাধাক্কি।

এ সময় অনিক বলে লাথি মারেন। তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি সাইমন হাসান। মোহামেডানের বিপক্ষে শেষ দিকে পেনাল্টি দিয়েও অবশ্য প্রতিবাদের মুখে রেফারি সাইমন সেটা প্রত্যাহার করে নেন।

বাফুফের হেড অব রেফারি পদ থেকে সাবেক ফিফা রেফারি আজাদ রহমানের অপসারণ চেয়ে দেশের শীর্ষস্থানীয় রেফারিরা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই দিন আগে। তবে বাংলাদেশ রেফারিজ সমিতির সভাপতির হস্তক্ষেপে আপাতত তাঁরা স্থগিত রেখেছেন ধর্মঘট। আজ তাই ম্যাচ হয়েছে কোনো সমস্যা ছাড়াই। তবে কিংসের গ্যালারি ম্যাচের সময় অশান্ত হয়ে ওঠে স্থানীয় দর্শকদের দুই পক্ষের মারামারিতে।