default-image

ক্যাম্প ন্যুতে কাল রাতে ঝড়ের পর অনেকেই মনে করছেন, কিলিয়ান এমবাপ্পে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। আঁতোয়ান গ্রিজমান অবশ্য এখনই তাঁকে অতটা উঁচুতে দেখছেন না। তবে এমবাপ্পে ঠিকই একদিন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে পৌঁছাবেন বলে মনে করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

সর্বজনস্বীকৃত মতামত বিবেচনায় নিলে বিশ্বসেরার তালিকায় সাধারণত তিনজন ফুটবলারকে রাখা হয়—বার্সেলোনার লিওনেল মেসি, জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো ও পিএসজির নেইমার।

কিন্তু কাল রাতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগে বার্সার মাঠে এমবাপ্পের হ্যাটট্রিকের পর ফরাসি তারকাকে এ বিশ্বসেরার তকমা দেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল, ‘এই মুহূর্তে এমবাপ্পেই বিশ্বের সেরা ফুটবলার।’ ক্যাম্প ন্যুতে ৪-১ গোলের জয়ে ফিরতি লেগটা বার্সার জন্য কঠিন করে তুলেছে পিএসজি।

বিজ্ঞাপন

ফ্রান্স জাতীয় দলে এমবাপ্পের সতীর্থ গ্রিজমান। ক্লাব ফুটবলের কল্যাণে কাল রাতে মুখোমুখি হয়েছিলেন একে অপরের।

সে লড়াইয়ে এমবাপ্পের কাছে হারলেও জাতীয় দল সতীর্থের পারফরম্যান্সে বেশ খুশি বার্সা ফরোয়ার্ড, ‘তার জন্য ভালো লাগছে। সে খারাপ খেললে সমালোচনা হয়। এটা সহজ বিষয়। কিন্তু আমার মতে পিএসজি ভবিষ্যৎ তারকা পেয়ে গেছে, এমন কেউ যে মেসি-রোনালদোর কাতারে পৌঁছাবে। দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে।’

গোটা ম্যাচে বার্সার রক্ষণভাগকে ভুগিয়েছেন ২২ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড। জেরার্ড পিকে, ক্লেঁম লংলে ও সের্হিনিও দেস্তকে নিয়মিত টপকে গেছেন এমবাপ্পে। বার্সার সামনে এখন পাহাড়সমান চাপ।

গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে ছিটকে পড়েছিল কাতালান ক্লাবটি। এবার শেষ ষোলো প্রথম লেগে হারের পর বাদ পড়ার শঙ্কা চোখ রাঙাচ্ছে রোনাল্ড কোমানের দলকে।

১০ মার্চ পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। প্রথম লেগের লড়াইয়ে পিএসজির শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে গ্রিজমান বলেন, ‘আমরা নিখুঁত একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি, ওরা পেরেছে। এটা বড় হার। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে এখনো ফিরতি ম্যাচ আছে। সেটা জিততেই হবে। আমরা সে লক্ষ্যেই যাব, সেখানে শুধু দর্শক হতে যাব না।’

এ মৌসুমে ২৯ ম্যাচে ২১ গোল করেছেন এমবাপ্পে। লিগ টেবিলে লিঁলের সঙ্গে ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে পিএসজি। শনিবার টেবিলের চারে থাকা মোনাকোর মুখোমুখি হবে মরিসিও পচেত্তিনোর দল।

বিজ্ঞাপন
ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন