এক হাজার কোটি টাকার স্ট্রাইকারে হতাশ টুখেল

লুকাকু হতাশ করেছেন কালওছবি: রয়টার্স

১১ কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশি মূল্যমানে ১ হাজার ৮১ কোটি টাকা। গত দলবদলে রোমেলু লুকাকুকে কিনতে এই অর্থ খরচ করেছে চেলসি। অথচ গতকাল চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে একাদশে জায়গা হয়নি তাঁর। রিয়াল মাদ্রিদের মূল স্ট্রাইকার করিম বেনজেমা হ্যাটট্রিক করেছেন ম্যাচে। ওদিকে ঘরের মাঠে চেলসির মূল স্ট্রাইকার লুকাকু বেঞ্চে বসে থেকে দেখেছেন, একজন বিশ্বমানের স্ট্রাইকার কীভাবে ম্যাচ বদলে দেন।

ম্যাচ বদলে দেওয়ার সুযোগ লুকাকুও পেয়েছিলেন। দুবার রিয়াল রক্ষণ তাঁকে ডি-বক্সের মধ্যে অনেক জায়গা দিয়ে দিয়েছিল। সামনে শুধু গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি। ম্যাচ শেষে এ নিয়ে হতাশা লুকাতে পারেননি চেলসি কোচ টমাস টুখেল।

টুখেল হতাশ তাঁর খেলোয়াড়দের খেলায়
ছবি: রয়টার্স

এ মৌসুমের শুরুতে টানা মাঠে নেমেছেন লুকাকু। কিন্তু গত মৌসুমে ইন্টারের হয়ে গোলবন্যা বইয়ে দেওয়া লুকাকু এ মৌসুমে গোলই পাচ্ছেন না। ৩৬ ম্যাচে ১২ গোল করেছেন। কিন্তু এর মধ্যে মাত্র ৭টি ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে। লিলের বিপক্ষে শেষ ষোলোতে মাত্র ১৬ মিনিট খেলার সুযোগ মিলেছে। ফেব্রুয়ারির পর থেকে প্রিমিয়ার লিগের ম্যাচে একাদশে জায়গা পাচ্ছেন না। তাঁকে ছাড়াই যে ভালো খেলছে দল।

গতকাল ৬৪ মিনিটের সময় মাঠে নেমেছেন। ৫ মিনিটের মধ্যেই দলকে গোল উপহার দিতে পারতেন। আজপিলিকেতার ক্রস ভালভার্দের পায়ে লেগে একদম ফাঁকায় থাকা লুকাকুর কাছে গিয়েছিল। শুধু থিবো কোর্তোয়া ছিলেন তাঁর সামনে। কিন্তু রিয়াল গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেননি। লুকাকুর হেড পোস্টের বাইরে দিয়ে গেছে।

লুকাকুর বিপক্ষে কোর্তোয়াকে এমন কিছু করতে হয়নি
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে এই গোল হাতছাড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে টুখেলের কণ্ঠে হতাশা টের পাওয়া যাচ্ছিল ভালোভাবেই, ‘এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আর অ্যাওয়ে গোলের নিয়ম নেই, তাই আমরা যদি ব্যবধান একটা কমিয়ে আনতে পারতাম বা ড্র করতাম, তাহলে আমরা গোল করলে খেলার ছন্দের বদল দেখতে পারতাম। আমরা এমনকি সমতাও ফেরাতে পারতাম। কিন্তু আজ ব্যক্তিগত যে সিদ্ধান্ত নিয়েছি আমরা (খেলোয়াড়েরা), সেগুলো আমাদের মান থেকে অনেক দূরে।’

এভাবে গোলের সুযোগ নষ্ট করলে কিংবা এভাবে খেললে সেমিফাইনালে যাওয়া যে অসম্ভব, সেটাও জানিয়ে দিয়েছেন, ‘এমন সুযোগ পেয়ে ফিরে এলে ৩-২ হতো, শুধু দ্বিতীয়ার্ধেই ১৬টি শট নেওয়ার পর গোল পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটা পায়নি। ৩ নম্বর গোল আমরা উপহার দিয়েছি। এটা একদম অসম্ভব। এই ম্যাচে আমরা যা দেখিয়েছি, সেটাই যদি ভিত্তি হয়, তাহলে আমরা ভাগ্য বদলাতে পারব না (দ্বিতীয় লেগে জেতা)।’

টুখেল পরের ম্যাচ নিয়ে আশা দেখাতে রাজি নন
ছবি: এএফপি

লুকাকু এর পর আরও একটা সুযোগ পেয়েছিলেন। সেবারও দুই ডিফেন্ডারের মাঝে অনেকখানি ফাঁকা জায়গা বের হয়েছিল। শুধু লক্ষ্যে বল রাখতে পারলেই গোল পেত চেলসি। কিন্তু লুকাকু সেটা করতে পারেননি। ২৬ মিনিট মাঠে ছিলেন লুকাকু, দুটি হেডসহ মোটে চারবার বলের স্পর্শ পেয়েছেন চেলসি স্ট্রাইকার!

রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে খেলবে চেলসি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে ৪-১ গোলে হারের পর গতকাল রাতের এই হার মনোবল ভেঙে দিয়েছে টুখেলের। কাল সংবাদ সম্মেলনে আত্মসমর্পণ করে নিয়েছেন, ‘না, এ মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আমাদের আগে নিজেদের মান খুঁজে নিতে হবে।

আন্তর্জাতিক বিরতির পর থেকেই আমি আমাদের মানের হদিস পাচ্ছি না। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের প্রথমার্ধে যা খেলেছি, তা ব্রেন্টফোর্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুনরাবৃত্তি। এই খেলা যা দাবি করে, আমাদের মান থেকে অনেক নিচে ছিলাম। এমন পারফরম্যান্সে ফল আশা করা যায় না। এমন খেললে আমরা সাউদাম্পটনের বিপক্ষে হারব এবং বার্নাব্যুতে অপদস্থ হব।’