কথা দিয়েই কলম্বিয়াকে ‘শেষ’ করেছেন মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ কোপার সেমিফাইনালে টাইব্রেকারের নায়ক। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দিয়ে তিনি আর্জেন্টিনাকে তুলেছেন কোপা আমেরিকার ফাইনালে। তবে আর্জেন্টিনার গোলবারের নিচের নতুন এই সেনসেশন টাইব্রেকারের সময় যেভাবে কলম্বিয়ার খেলোয়াড়দের সঙ্গে মানসিক ‘গেম’ খেলেছেন, তা-ই এখন আলোচনার মূল বিষয়। মার্তিনেজ স্লেজিং (মানসিকভাবে প্রতিপক্ষকে ভেঙে দেওয়ার জন্য কথার তির ছোড়া) করেছিলেন।
মার্তিনেজ কথার তোড়ে মানসিকভাবে বিধ্বস্ত করেছেন কলম্বিয়ার তিন খেলোয়াড় ডেভিনসন সানচেজ, ইয়েরি মিনা আর আন্দ্রেস কারদোনাকে। এই তিনজনই টাইব্রেকারে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে ডুবিয়েছেন কলম্বিয়াকে।
সানচেজ, মিনা ও কারদোনাকে ভড়কে দিতে কী করেছিলেন মার্তিনেজ? খুব কি গালিগালাজ করেছিলেন? ঠিক তা নয়, হুমকির সুরে সাধারণ কিছু কথাবার্তাই বলে গেছেন তিনি। যেমন সানচেজ পেনাল্টি নেওয়ার আগে তাঁর দিকে তাকিয়ে আর্জেন্টিনা গোলকিপার বলেন, ‘আমি খুবই দুঃখিত! আমি তোমার সর্বনাশ করতে যাচ্ছি।’ পেনাল্টিটি নেওয়ার জন্য সানচেজ যখন দৌড় শুরু করেন, গোলপোস্টের নিচে দাঁড়িয়েই মার্তিনেজ আবারও বলেন, ‘আমি দুঃখিত। তবে ভাই, আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি।’
ইয়েরি মিনার শট নেওয়ার আগেও নিজের মনে এভাবে কিছু কথা আওরাতে থাকেন মার্তিনেজ। মিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘তুমি তো দেখি রীতিমতো কাঁপছ, ভাই! আমি কিন্তু তোমাকে ভালোভাবেই চিনি।’ মিগুয়েল বোরহা অবশ্য মার্তিনেজের ফাঁদে পা দেননি। টাইব্রেকারে তিনি মার্তিনেজের কথায় কানই দেননি। দুর্দান্ত এক শটে মার্তিনেজকে ফাঁকি দিয়ে বল জড়িয়েছেন জালে। কিন্তু তাঁর শট নেওয়ার সময়ও মার্তিনেজ বলেন, ‘তুমি তো শেষ। তুমি কীভাবে কথা বলো, আমি দেখেছি। দেখো, দেখো, আমার দিকে দেখো!’ বোরহা অবশ্য গোল করে মার্তিনেজের সামনে নেচে জবাবটা ভালোই দিয়েছিলেন।
কারদোনার শটটি ঠেকিয়েই মার্তিনেজ নিশ্চিত করেন আর্জেন্টিনার ফাইনাল। পেনাল্টিটি ঠেকিয়েও যেন পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না মার্তিনেজ। কারণ, এই শটটির আগে একটু এদিক-ওদিক করেছিলেন তিনি। গোললাইনের ওপর অযথাই লাফাচ্ছিলেন আর্জেন্টাইন গোলকিপার। হাতও ছুড়ছিলেন। রেফারি একবার তাঁকে সতর্কও করে দেন। তিনি সতর্ক হয়েছিলেন বটে, কিন্তু কলম্বিয়ার কারদোনা হয়ে পড়লেন নার্ভাস। মার্তিনেজের বাঁ দিক দিয়ে বল জালে জড়াতে চেয়েছিলেন কারদোনো। কিন্তু সেই শটে অতটা জোর ছিল না। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন মার্তিনেজ।
টাইব্রেকারের মানসিক লড়াইয়ে স্নায়ু বরফের মতো ঠান্ডা রাখা খুব জরুরি। এ সময় ‘মাইন্ড গেম’ খেলে আজ কলম্বিয়াকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ক্রিকেটের মতো ফুটবলেও তাহলে স্লেজিং ভালোই কাজে লাগে!