এএফসি কাপের প্লে অফের দ্বিতীয় ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ যে হবে এটিকে মোহনবাগান, অনুমিতই ছিল। কোনো অঘটন ঘটেনি। আজ কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান।
এখন এএফসি কাপের টিকিটের জন্য দুই বাংলার দুই জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড ও এটিকে মোহনবাগান মুখোমুখি হবে ১৯ এপ্রিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে।
আজ কলকাতার ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন ফিনল্যান্ডের হয়ে সর্বশেষে ইউরো খেলা মিডফিল্ডার জনি কাউকো ও ভারতীয় ফরোয়ার্ড মানভির সিং। একটি গোল এসেছে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসের পা থেকে।দ্বিতী
প্লে অফের বাছাইপর্বে নেপালের মাহিন্দ্রা ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়েছিল ব্লু স্টার। আজ মোহনবাগানের বিপক্ষে শুরু থেকেই নাস্তানাবুদ লঙ্কানরা। দুটি দেশের ঘরোয়া ফুটবলের মানের পার্থক্যই যেন ফুটে উঠেছে দুই দলের খেলায়।
প্রথমার্ধেই লঙ্কান ক্লাবটির জালে ৩ বার বল পাঠায় মোহনবাগান। ২৪ মিনিটে গোলের খাতা খোলা কাউকো ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেছেন। মানভিরের গোল দুটি ২৯ ও ৮৯ মিনিটে আর উইলিয়ামসের একমাত্র গোলটি ৮৭ মিনিটে।
এর আগে ২০১৭ সালের এএফসি কাপে দুইবার মোহনবাগানের মুখোমুখি হয়েছিল আবাহনী। দুই পর্বের ম্যাচে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করতে পারলেও কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে ৩-১ গোলে হেরেছিল আবাহনী।
তবে গত বছর মালদ্বীপের মাঠে নিজেদের শক্তিমত্তা মোহনবাগানকে বুঝিয়েছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপে অনুষ্ঠেয় এএফসি কাপে ১০ খেলোয়াড় নিয়েও ১-১ গোলে ড্র করেছিল কিংস।