কলকাতার মোহনবাগানেরই মুখোমুখি আবাহনী

২০১৭ সালে এএফসি কাপে আবাহনী খেলেছিল মোহনবাগানের সঙ্গেফাইল ছবি

এএফসি কাপের প্লে অফের দ্বিতীয় ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ যে হবে এটিকে মোহনবাগান, অনুমিতই ছিল। কোনো অঘটন ঘটেনি। আজ কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান।

এখন এএফসি কাপের টিকিটের জন্য দুই বাংলার দুই জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড ও এটিকে মোহনবাগান মুখোমুখি হবে ১৯ এপ্রিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে।

আজ কলকাতার ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন ফিনল্যান্ডের হয়ে সর্বশেষে ইউরো খেলা মিডফিল্ডার জনি কাউকো ও ভারতীয় ফরোয়ার্ড মানভির সিং। একটি গোল এসেছে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামসের পা থেকে।দ্বিতী

এএফসি কাপের প্লে-অফ পর্বের দ্বিতীয় রাউন্ডে আবাহনী খেলবে মোহনবাগানের সঙ্গে
ফাইল ছবি

প্লে অফের বাছাইপর্বে নেপালের মাহিন্দ্রা ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়েছিল ব্লু স্টার। আজ মোহনবাগানের বিপক্ষে শুরু থেকেই নাস্তানাবুদ লঙ্কানরা। দুটি দেশের ঘরোয়া ফুটবলের মানের পার্থক্যই যেন ফুটে উঠেছে দুই দলের খেলায়।

প্রথমার্ধেই লঙ্কান ক্লাবটির জালে ৩ বার বল পাঠায় মোহনবাগান। ২৪ মিনিটে গোলের খাতা খোলা কাউকো ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেছেন। মানভিরের গোল দুটি ২৯ ও ৮৯ মিনিটে আর উইলিয়ামসের একমাত্র গোলটি ৮৭ মিনিটে।

এএফসি কাপের প্লে অফের প্রথম রাউন্ডে মালদ্বীপের ভ্যালেন্সিয়ার সঙ্গে ওয়াকওভার পেয়েছে আবাহনী
ছবি: প্রথম আলো

এর আগে ২০১৭ সালের এএফসি কাপে দুইবার মোহনবাগানের মুখোমুখি হয়েছিল আবাহনী। দুই পর্বের ম্যাচে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করতে পারলেও কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে ৩-১ গোলে হেরেছিল আবাহনী।

তবে গত বছর মালদ্বীপের মাঠে নিজেদের শক্তিমত্তা মোহনবাগানকে বুঝিয়েছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপে অনুষ্ঠেয় এএফসি কাপে ১০ খেলোয়াড় নিয়েও ১-১ গোলে ড্র করেছিল কিংস।