‘কিংসের বিপক্ষে ম্যাচটি কঠিন, খুবই কঠিন’

মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দোছবি: সংগৃহীত

এএফসি কাপে আজ ভারতের মোহনবাগানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। কিংস জয় দিয়ে এএফসি কাপ শুরু করলেও প্রথম ম্যাচে হেরেছে মোহনবাগান।

অনেকের মতে কিংস–মোহনবাগান ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ লড়াই। ম্যাচটি নিয়ে কলকাতা থেকে প্রথম আলোর সঙ্গে একান্তে কথা বলেছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো...

প্রশ্ন :

প্রশ্ন: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বসুন্ধরা কিংস–মোহনবাগান ম্যাচে ফেভারিট কে?

হুয়ান ফেরান্দো: বসুন্ধরা সর্বশেষ বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন। আমরা কিন্তু আমাদের লিগে চ্যাম্পিয়ন হতে পারিনি। এখানে এসে ওরা প্রথম ম্যাচটিও জিতেছে আর আমরা হেরেছি। তাই তাদের সম্মান দিতে হবে আমাদের।

তাদের বিপক্ষে ম্যাচটি কঠিন, খুবই কঠিন। তবে আমাদের দলটা ভালো। খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি খেলোয়াড়েরা নিজেদের সেরাটাই দেবে এবং আগামীকাল (আজ) আগের চেয়ে ভালো কিছু হতে যাচ্ছে।

বাংলাদেশের সেরা খেলোয়াড়েরা এই দলে খেলে। তাদের বিদেশিরাও সেরা।
বসুন্ধরা কিংসকে নিয়ে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর বিশ্লেষণ

প্রশ্ন :

প্রশ্ন: প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে হারের কারণে এই ম্যাচটা আপনাদের জন্য বাঁচা–মরার লড়াই হয়ে গেল কি না?

ফেরান্দো: অবশ্যই। প্রথম ম্যাচে হেরে গেলে পরবর্তী কাজটা কঠিন হয়ে যায়। তবে সেরাটা দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। প্রথম ম্যাচের পর খেলোয়াড়েরা দুই দিন বিশ্রাম পেয়েছে। এই সময়ের মধ্যে তাদের মানসিকভাবে উজ্জীবিত করেছি।

প্রশ্ন :

প্রশ্ন: প্রতিটি দল একটি করে ম্যাচ খেলায় সব দলকেই দেখেছেন। পারফরম্যান্সের বিচারে কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে?

ফেরান্দো: টুর্নামেন্ট শুরুর আগে কোনো দলকেই এগিয়ে রাখা যেত না। কিন্তু এ মুহূর্তে গোকুলাম ও বসুন্ধরাকেই এগিয়ে রাখতে হবে। গোকুলামের ৩ পয়েন্ট আছে। আমাদের প্রতিপক্ষ বসুন্ধরার হাতেও ৩ পয়েন্ট আছে। কিন্তু আমরা পয়েন্ট শূন্য। এই বিষয়টি খুবই পরিষ্কার।

আমার কাছে এটাও পরিষ্কার যে আমাদের পরবর্তী দুই ম্যাচ থেকে ৬ পয়েন্টই পেতে হবে। অন্যরা কী করল, সেটি আর দেখার সুযোগ নেই।

গত বছর এএফসি কাপে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মোহনবাগান
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রশ্ন: অনেকেই মনে করছেন কিংস–মোহনবাগান ম্যাচটাই এএফসি কাপের পরবর্তী রাউন্ডের ভাগ্য গড়ে দেবে?

ফেরান্দো: বিষয়টি সঠিক নয়। এখন সবার সামনেই সুযোগ খোলা আছে।

প্রশ্ন :

প্রশ্ন: শোনা যাচ্ছে পুরো স্টেডিয়াম ভরে যাবে। স্বাগতিক হিসেবে তো দারুণ একটা সুবিধা পেতে যাচ্ছেন!

ফেরান্দো: এটা খুবই গুরুত্বপূর্ণ যে সমর্থকেরা আমাদের সঙ্গে আছেন এবং খারাপ সময়ে তারা আমাদের শতভাগ সাহায্য করেন।

আরও পড়ুন

প্রশ্ন :

প্রশ্ন: কিংস দলটাকে কেমন দেখছেন?

ফেরান্দো: কিংসকে এখন সবাই চিনে। সবাই জানে ওদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে। বাংলাদেশের সেরা খেলোয়াড়েরা এই দলে খেলে। তাদের বিদেশিরাও সেরা। কয়েক বছর ধরে তারা একই কোচের অধীনে খেলছে। সত্যি কথা বলতে দলটা দুর্দান্ত খেলছে। দলের নিজস্ব একটা দর্শন ও চরিত্র আছে। সময়ের সঙ্গে সঙ্গে উন্নতিও করছে তারা।

প্রশ্ন :

প্রশ্ন: কিংসের কোন কোন খেলোয়াড়কে আপনার দলের জন্য ভয়ংকর মনে হচ্ছে?

ফেরান্দো: (রবসন) রবিনিও, (মিগেল) ফিগুয়েরা, খালিদ (শাফিই), (ইয়াছিন) আরাফাত। তাদের নিয়ে বলতে গেলে এক ঘণ্টা সময় লাগবে। দলে কিছু মেধাবী খেলোয়াড়ও আছে।

কোচকে নিয়ে অনুশীলনে বসুন্ধরার খেলোয়াড়েরা
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রশ্ন: গত বছর এএফসি কাপে কিংসের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছিল মোহনবাগান। অনেকেই মনে করেন, বসুন্ধরা ১–০ গোলে এগিয়ে যাওয়ার পর তাদের এক খেলোয়াড় লাল কার্ড না দেখলে ম্যাচটি বসুন্ধরা জিতত।

ফেরান্দো: এটা গত বছরের ঘটনা। আমার সব ভাবনা বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। তবে আগের ম্যাচের তথ্যগুলো নিয়েও আমাকে কাজ করতে হচ্ছে।