তবে নেপালের মাটিতে খেলা সহজ নয় বাংলাদেশের জন্য। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে এসএ গেমসে ভরাডুবি হয়েছে অনূর্ধ্ব–২৩ দলের। ভূপৃষ্ঠ থেকে নেপালের উচ্চতা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সমস্যা তৈরি করতে পারে। তবে আশার কথা হলো টুর্নামেন্ট শুরুর ৫ দিন আগে নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। সে হিসেবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সোহেল, ‘নেপাল পাহাড়ের দেশ। ওখানে আমাদের শ্বাস নিতে একটু সমস্যা হয়। কারণ, পাহাড়ের ওপর খেলা হয়, আর ঠান্ডাও থাকে। তারপরও আমরা যেহেতু আগে যাচ্ছি, আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। যেন আমরা ভালোভাবে এই টুর্নামেন্টটা শুরু করতে পারি।’
এর আগে কাল নেপাল সফর নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে বলেছিলেন, ‘নেপালে ট্রফি জিতলে সেটি হবে দারুণ ব্যাপার। আমাদের জন্য বোনাস। ঢাকা ফিরে ট্রফিটা সামনে নিয়ে আমরা সংবাদ সম্মেলন করব। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমরা যদি এই টুর্নামেন্টে নতুন ফুটবলারদের পরখ করতে পারি, তাহলে সেটি হবে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ৩ ম্যাচের জন্য দারুণ ব্যাপার।’