কোপাজয়ী আর্জেন্টাইন তারকার মুখ বেঁধে ডাকাতি

আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিফাইল ছবি: এএফপি

সেদিন ফুরফুরে মেজাজেই ছিলেন নিকোলাস ওতামেন্দি। থাকবেন নাই–বা কেন? তাঁর দল বেনফিকা লিগ ম্যাচে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে কিছুক্ষণ আগে।

তা–ও আবার ফ্যামাকিকাওয়ের বিপক্ষে, পর্তুগিজ লিগের উঠতি শক্তি মানা হচ্ছে ক্লাবটিকে। কিন্তু মাঠ থেকে বাসায় ফিরতেই ওতামেন্দির সব খুশি–আনন্দ নিমেষে উবে গেল। সেতুবালে তাঁর বাসার দখল নিয়েছে যে চার ডাকাত!

ডাকাতির শিকার হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্দি। হাত–মুখ বেঁধে তাঁকে বাসার মধ্যে নিয়ে যায় ডাকাতেরা। তখন বাসায় ছিলেন ওতামেন্দির স্ত্রী আর দুই সন্তান।

প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছেন। পরে ডাকাতি করে পুরো বাসা তছনছ করা হয়। টাকাপয়সা ও ওতামেন্দির বেশ কয়েকটি ঘড়ি ডাকাতি করে নিয়ে যায় চার দুষ্কৃতকারী। খবরটা জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম কোরেইরো দে মানহা।

পরে এই সংবাদমাধ্যমের বরাত দিয়ে গ্লোবোস্পোর্তে, মুন্দো আলবিসেলেস্তের মতো আর্জেন্টিনা ও ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর প্রচার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওতামেন্দির ক্লাব বেনফিকা।

আনুষ্ঠানিক বিবৃতিতে বেনফিকা জানিয়েছে, ক্রীড়াবিদ ও তাঁর পরিবার এখন সুস্থ আছে, যদিও পরিস্থিতির কারণে জঘন্য সময় পার করতে হচ্ছে তাঁদের।

৩৩ বছর বয়সী এই সেন্টারব্যাক এ বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পেছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ তিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটি থেকে বেনফিকায় নাম লেখান ওতামেন্দি।