ক্যামেরায় রোনালদোর কথাটা কী বোঝায়?

ক্রিস্টিয়ানো রোনালদো আগামী মৌসুমে ইউনাইটেডে থাকবেন?ছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেয়েছেন, নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে দল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের রাতটা কাল একেবারে অবিমিশ্র কাটেনি। জয় আর রোনালদোর গোল পাওয়া যদি হয় আনন্দদায়ী খবর, ইউনাইটেডকে ঘিরে ধোঁয়াশা রেখে দিয়েছে সমর্থকদের প্রতিবাদ।

কখনো কোচ, কখনো খেলোয়াড়ের বিরুদ্ধে নিজেদের অসন্তোষ জানিয়ে আসা ইউনাইটেড সমর্থকেরা মৌসুমজুড়েই ক্লাবের বোর্ড ও মালিকপক্ষের বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ করে এসেছেন। কালও করেছেন। ক্লাবের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারের ইউনাইটেডে ১৭ বছর হয়েছে, তার প্রতিবাদে ম্যাচের ১৭ মিনিট আগে গ্যালারি ছেড়ে গেছেন অনেক সমর্থক।

এতকিছুর মধ্যেও হয়তো কাল ম্যাচ শেষে ইউনাইটেড সমর্থকদের মনে আশার সঞ্চার করবে একটা ভিডিও। ম্যাচ শেষে ক্যামেরার দিকে তাকিয়ে রোনালদোর বিড়বিড় করে কথা বলার ভিডিওটা যে পর্তুগিজ মহাতারকার আগামী মৌসুমেও ইউনাইটেডে থাকার গুঞ্জন আরও উসকে দিচ্ছে!

বয়স ৩৭ হয়ে গেছে, তবে ইউনাইটেডে গোল করার দিক থেকে রোনালদো অতুলনীয়। কালকের গোলটি নিয়ে মৌসুমে ৩৭ ম্যাচে ২৪ গোল হলো রোনালদোর, এর মধ্যে লিগেই করেছেন ১৮টি। মৌসুমে রোনালদো তো ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতাই, দ্বিতীয় সর্বোচ্চ ব্রুনো ফার্নান্দেজের চেয়ে ১৪ গোল এগিয়েই তিনি শীর্ষে! ইউনাইটেডের ঘরের মাঠে সর্বশেষ ১১ গোলের ৯টিই রোনালদোর। কিন্তু এই রোনালদোকে নিয়েই বলাবলি হয়, তিনি ফুরিয়ে গেছেন। আগামী মৌসুমে ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ আর রোনালদোকে রাখবেন কি না, সে নিয়েও অনেক কথা শোনা যায়।

এর মধ্যে ক্যামেরায় রোনালদোর কথাটা বিশেষ আকর্ষণ জাগানোরই কথা! কী বলেছেন রোনালদো? ফার্নান্দেজ, রোনালদো আর ভারানের গোলেই কাল ব্রেন্টফোর্ডকে হারানোর পর ইউনাইটেড সমর্থকেরা স্টেডিয়াম প্রদক্ষিণ করে সমর্থকদের ধন্যবাদ জানান। ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচের রীতি আর কী! এরপর মাঠ ছাড়ার সময়ে তাঁর দিকে তাক করে রাখা ক্যামেরার দিকে তাকিয়ে হঠাৎ বিড়বিড় করে কিছু একটা বলেছেন রোনালদো। দেখে মনে হয়েছে, পর্তুগিজ তারকা বলেছেন ‘আই অ্যাম নট ফিনিশড!’ ইংলিশ দৈনিক টেলিগ্রাফও তা-ই লিখেছে।

সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন রোনালদো
ছবি: রয়টার্স

তবে এটা বলে রোনালদো কী বুঝিয়েছেন, সে নিয়ে অবশ্য একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ‘আমি ফুরিয়ে যাইনি’ বোঝাতে কথাটা বলেছেন, নাকি ইউনাইটেডে তাঁর গল্পটা এখনো শেষ হয়নি বোঝাতে? প্রসঙ্গত, এই মৌসুমের শুরুতে ইউনাইটেডে ফেরা রোনালদোর ক্লাবের সঙ্গে চুক্তিতে এখনো ১২ মাস বাকি।

ইউনাইটেড আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। সে ক্ষেত্রে রোনালদো আগামী মৌসুমে ইউনাইটেডে থাকবেন কি না, সে নিয়ে প্রশ্ন আছে। তিনি থাকতে চাইলেও ইউনাইটেডের পরবর্তী কোচ এরিক টেন হাগের কৌশলে তাঁর জায়গা হবে কি না, হলেও কেমন হবে, তা নিয়েও ধোঁয়াশা আছে।

কাল ম্যাচ শেষে রোনালদোর আগামী মৌসুমে ইউনাইটেডে থাকা-না থাকা নিয়ে প্রশ্নে ইউনাইটেডের বিদায়ী কোচ রালফ রাংনিক অবশ্য নিজের মত জানিয়ে দিয়েছেন, ‘ও আজ রাতে যেভাবে খেলেছে...শুধু গোল করার কারণেই নয়, পেনাল্টিও এনে দিয়েছে, রক্ষণেও সাহায্য করেছে, সব মিলিয়ে বলা যায়, কেন ও দলের অংশ থাকবে না! তবে এই প্রশ্নটা আপনারা এরিক (টেন হাগ) আর রোনালদোকে জিজ্ঞেস করলেই ভালো হবে। ’

৩৭ বছর বয়সেও ইউনাইটেডের গোলের সবচেয়ে বড় ভরসা রোনালদোই
ছবি: রয়টার্স

ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিনও চান রোনালদো আগামী মৌসুমে ইউনাইটেডেই থাকুন, তবে সে ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেওয়া দেখতে চান কিন। এর আগে বেশ কয়েকবারই বদলি হয়ে উঠে যাওয়ার পর নিজের বিরক্তি জানিয়েছেন রোনালদো, সেদিকে ইঙ্গিত করে কিনের কথা, ‘বড় মাপের একজন কোচ আসছেন, তিনি রোনালদোর সঙ্গে কথা বলবেন। বলবেন, ‘আমি তোমাকে মাঝেমধ্যে মাঠ থেকে তুলে নেব, কিন্তু সে ক্ষেত্রে এমন বাজে প্রতিক্রিয়া দেখাতে পারবে না তুমি। ওকে (রোনালদো) আরও পরিণত হতে হবে, নেতা হয়ে উঠতে হবে। অবশ্যই মাঠ ছাড়তে হলে যে কেউই হতাশ হয়, কিন্তু পরিণতভাবে কীভাবে সেটি মেনে নিতে হয়, সেটা শিখতে হবে ওকে। সেটা ও মেনে না নিলে সে ক্ষেত্রে কোচ বলবেন তুমি আমার পরিকল্পনার অংশ নও। রোনালদোর মতো একজনকেও নিজের চেয়ে বেশি দলের চিন্তা করতে হবে।’

৩৭ বছর বয়সী রোনালদো ইউনাইটেডের গোলের একমাত্র ভরসা, এটাও দেখতে চান না কিন, ‘রোনালদো স্বল্পমেয়াদে ক্লাবের সমাধান হতে পারে। সমর্থকদের জন্য, ক্লাবের শেয়ারের মূল্যের জন্য ওকে দরকার। কিন্তু ইউনাইটেডের ওর চেয়েও বড় সমস্যা আছে। আমার মতে রোনালদোর ক্লাবে থাকা উচিত। ম্যাচের পর ওর শরীরী ভাষা মোটেও বোঝাচ্ছে না যে ও চলে যেতে চায়। ওর গোল, ওর খেলাও ক্লাবে থাকার নিশ্চয়তা দেয়। তবে ইউনাইটেডের ওর আশপাশে আরও খেলোয়াড় লাগবে। আপনার দলের সর্বোচ্চ গোলদাতা, যাঁর ওপর আপনি ভরসা করেন, তাঁর বয়স ৩৭...এটা ভালো কিছু নয়।’