গোল করানোয় মেসি–সুয়ারেজকে পেছনে ফেললেন নেইমার
কাতার বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন নেইমার। এদিকে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আজ ব্রাজিল ৪–১ গোলে উরুগুয়েকে হারানোর পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ শিরোনাম করেছে, ‘কীভাবে অবসর নেবে নেইমার?’
কিছুদিন আগে অবসর নিয়ে বলা কথায় ব্রাজিল তারকা জানান, কাতার বিশ্বকাপের পর ফুটবলের প্রতি টান থাকবে কি না, তা তিনি নিশ্চিত নন। অর্থাৎ, ফুটবল থেকে ধীরে ধীরে মন উঠে যাচ্ছে তাঁর। এ নিয়ে সমালোচনাও হয়েছে।
কিন্তু ফুটবল থেকে নেইমারের কি সত্যি–ই মনে উঠে যাচ্ছে? উরুগুয়ের বিপক্ষে নেইমার যেমন খেললেন তাতে প্রশ্নটা উঠছে।
অনেকের মতেই, পিএসজি তারকার কাছ থেকে ব্রাজিলের জার্সিতে সেরা পাঁচ পারফরম্যান্সের একটি দেখা গেল আজ। এ কারণে মার্কা হয়তো বুঝিয়েছে, এমন খেললে অবসর নেওয়ার কথা ওঠে কীভাবে!
উরুগুয়ের রক্ষণ নেইমারের কাছে পাত্তা পায়নি। পেছন পেছন ঘুরেছে বলাই ভালো। নেইমার নিজে এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল। উরুগুয়েকে পেলে এমনিতে জ্বলে ওঠা নেইমার আজ যেন একটু বেশি তেতে ছিলেন।
পরিসংখ্যান দেখুন—৪১টি নিখুঁত পাস, ৮টি ড্রিবল, ৮টি গোল হওয়ার মতো পাস, এর মধ্যে ৪টি আবার খুব বড় সুযোগ তৈরি করে দেওয়া পাস, এমনকি প্রতিপক্ষের কাছ থেকেও ১৪ বার বল কেড়েছেন নেইমার।
ব্রাজিলের জার্সিতে এ নিয়ে ১১৫ ম্যাচে ৭০ গোল হলো নেইমারের। গোল করানোয় আজ একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন পিএসজি ফরোয়ার্ড। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বের চলতি সংস্করণ চালুর পর গোল করানোয় চিলি তারকা অ্যালেক্সিস সানচেজের রেকর্ড ছুঁলেন নেইমার। সমান ১৫টি করে গোল করিয়েছেন দুজন।
আজ দুই গোল করিয়ে রেকর্ডটি ছুঁলেন নেইমার। এ পথে তিনি টপকে গেলেন লিওনেল মেসি (১৩) ও লুইস সুয়ারেজকে (১৩)। তবে শুধু গোল করানো নয়, নেইমার গোল করলে ব্রাজিল যে জেতে, সেই প্রমাণও দিচ্ছে পরিসংখ্যান।
এর আগে নেইমার গোল করেছেন এমন ২২টি প্রতিযোগিতামূলক ম্যাচের সব কটি জিতেছে ব্রাজিল।
নেইমারের কাছ থেকে এমন পারফরম্যান্সই প্রত্যাশা করেন ব্রাজিল সমর্থকেরা। কিন্তু ব্রাজিল তারকা যদি ফুটবল থেকে মন উঠে যাওয়ার ইঙ্গিত দেন, তাহলে সমর্থকদের কাছে তা ভালো লাগার কথা নয়।
পিএসজি কোচ পচেত্তিনো যদিও মনে করেন, আরও অনেক দিন খেলবেন ২৯ বছর বয়সী এ তারকা। ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার আগে পিএসজির ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘নেইমার ফুটবলকে ভালোবাসে। আমি নিশ্চিত, সে আরও অনেক দিন খেলবে।’