গোল করার আগেই তুলে নেওয়ায় খেপেছেন রোনালদো

হতাশ রোনালদোছবি: রয়টার্স

লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানো ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে একটু স্বস্তি পেয়েছে। গত রাউন্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে গিয়ে ২-২ গোলে ড্র করা দলটি কাল সহজ জয় পেয়েছে প্রতিপক্ষের মাঠে। দলের তিন তরুণ ফরোয়ার্ড অ্যান্থনি এলাঙ্গা, ম্যাসন গ্রিনউড ও মার্কাস রাশফোর্ডের গোলে পয়েন্ট টেবিলে নিজেদের সপ্তম অবস্থান একটু সুদৃঢ় করল ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ফলের সঙ্গে দলের তরুণদের পারফরম্যান্স ইউনাইটেডের কোচ রালফ রাংনিককে সন্তুষ্ট করেছে। কিন্তু গ্রিনউড-রাশফোর্ডদের আনন্দের দিনে মুখ ভার করে রেখেছেন রোনালদো। গতকাল ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়েছেন ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ। এতেই খেপেছেন রোনালদো।

৩ জানুয়ারির পর থেকে ইউনাইটেডের জার্সিতে দেখা যাচ্ছিল না রোনালদোকে। কোমরে একটু ব্যথা পাওয়ায় তাঁকে অ্যাস্টন ভিলার বিপক্ষে স্কোয়াডেই রাখেননি কোচ। এর আগে এফএ কাপেও একই প্রতিপক্ষের বিপক্ষে খেলানো হয়নি তাঁকে। দুই ম্যাচ পর ফিরেও আলো ছড়াতে পারেননি। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি কাল। ৫৫ মিনিটে এলাঙ্গা গোল করে এগিয়ে দেন। ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিনউড।

দলের দ্বিতীয় গোলে ভূমিকা ছিল রোনালদোর
ছবি: রয়টার্স

ভিলার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ড্র করেছিল ইউনাইটেড। কাল তাই আর কোনো ঝুঁকি নেননি রাংনিক। ৭০ মিনিটে রোনালদোকে তুলে নিয়ে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে নামিয়ে দলের রক্ষণ দৃঢ় করেন। সেটা রোনালদোর পছন্দ হয়নি। মাঠ থেকে বের হয়ে নিজের জ্যাকেট মাঠে ফেলে বিরক্তি প্রকাশ করেছেন। এ সময় তাঁকে বলতে শোনা গেছে, ‘আমাকে কেন? আমাকে কেন...আমাকেই কেন আপনি তুলে নেবেন?’

একা একা বসে বেশ কিছুক্ষণ নিজের হতাশা প্রকাশ করেছেন রোনালদো। একপর্যায়ে রাংনিক পাশে বসে তাঁকে শান্ত করেছেন। ম্যাচ শেষে প্রশ্ন করা হলে এ ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেননি জার্মান কোচ, ‘এটা স্বাভাবিক—একজন স্ট্রাইকার গোল করতে চায়। কিন্তু সে মাত্রই চোট থেকে ফিরেছে এবং এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের আরেকটি ম্যাচ আছে সামনে।’

গোল করার আগেই তুলে নেওয়া হয়েছে রোনালদোকে
ছবি: রয়টার্স

রোনালদোর হতাশা প্রকাশকে ইতিবাচকভাবেই দেখছেন রাংনিক, ‘আমি একটা প্রতিক্রিয়াই খেয়াল করেছি, সে আমাকে জিজ্ঞেস করছে, “আমাকে কেন?” আমি বলেছি, দলের ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। ওকে তুলে নেওয়ার পর আমাকে জড়িয়ে ধরবে, এমন আশা করি না। আমি জানি গোল স্কোরাররা কেমন। ক্রিস্টিয়ানোর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। সে মাত্রই চোট থেকে এসেছে এবং দেড় সপ্তাহ অনুশীলন করেনি। বেঞ্চে থাকা খেলোয়াড় কেন ব্যবহার করব না?’

ইউনাইটেডে প্রত্যাবর্তনের পর চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে আছেন রোনালদো। ৫ ম্যাচে ৬ গোল তাঁর। কিন্তু ঘরোয়া ফুটবলে একটু হতাশ করছেন রোনালদো। ১৭ ম্যাচে মাত্র ৮ গোল করেছেন রোনালদো। ইউনাইটেডও লিগে সপ্তম অবস্থানে আছে। অবস্থার উন্নতি না হলে আগামী মৌসুমে ইউরোপে দেখা যাবে না ইউনাইটেডকে।