ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ জিততে কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের তেমন বেগ পাওয়ার কথা না। আর্জেন্টিনা বেগ পায়ওনি। তিন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া আর আনহেল কোরেয়ার কৃতিত্বে পুরো তিন পয়েন্ট পকেটে পুরেই মাঠ ছেড়েছে তাঁরা। তাই বলে কি স্বস্তিতে বসে থাকা যায়? সামনে যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ!
আগামী রবিবার দিবাগত রাত একটায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সবার চোখ এখন সেদিকেই। কনমেবল বাছাইপর্বের পয়েন্ট তালিকার প্রথম দুই দলের মধ্যকার ম্যাচ যে! ম্যাচ জিতলে ব্রাজিলকে টপকে আর্জেন্টিনার শীর্ষে ওঠা হয়তো হবে না, কিন্তু ঠিকই ব্রাজিলের জয়রথ থামিয়ে দেওয়া যাবে। ঠিক যেমনটা আর্জেন্টিনা দিয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ব্রাজিল হেরে গিয়েছিল টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে, এই আর্জেন্টিনার কাছেই।
লাওতারো মার্তিনেজও বোঝেন গুরুত্ব এই ম্যাচের। আর বোঝেন বলেই এখনই ম্যাচ জয় আর গোল করার আনন্দের আতিশয্যে বুঁদ হয়ে থাকতে পারছেন না। ঠিকই চিন্তা শুরু করে দিয়েছেন নেইমারদের নিয়ে। কোপায় যেভাবে নেইমারদের বশ করেছিলেন, এবারও ঠিক তেমনটাই পরিকল্পনা ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকারের, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা দুর্দান্ত হবে নিঃসন্দেহে। এ ম্যাচগুলোই অনন্য, আর আমরা এই ম্যাচের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নেবো। আমরা একইভাবে ম্যাচটা খেলার চেষ্টা করব যেমনটা আমরা কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলাম।’
এই নিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ৩০ ম্যাচে ১৫ গোল হয়ে গেল লাওতারোর, যার সর্বশেষটা এসেছে আজ। লাওতারোর গোল দিয়ে আজ গোলের খাতা খোলে আর্জেন্টিনা। টটেনহামের মিডফিল্ডার জোভান্নি লো সেলসোর দুর্দান্ত এক থ্রু বল ধরে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। বাছাইপর্বে এই নিয়ে তিন গোল হয়ে গেল লাওতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল আর একটা গোলসহায়তা এই স্ট্রাইকারের। দুর্দান্ত ফর্মে আছেন।
তবে ব্যক্তিগত অর্জন নয়, লাওতারোর লক্ষ্য শুধুই দলের কল্যাণ, ‘একজন স্ট্রাইকার হিসেবে গোল করা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। সবসময় আপনাকে দল ও দলের গ্রুপ নিয়ে ভাবতে হবে।’
ম্যাচে নিজেদের খেলারও প্রশংসা করেছেন লাওতারো, ‘এই তিন পয়েন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভেনেজুয়েলা অনেক কঠিন এক প্রতিপক্ষ। দক্ষিণ আমেরিকায় সবাই কঠিন প্রতিপক্ষ, তারাও ব্যতিক্রম নয়। আমরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি। সুযোগ সৃষ্টি করেছি অনেক, প্রথম গোলের পর আরও বেশি ঠাণ্ডা মাথায় খেলতে পেরেছি।’
দেখা যাক, ব্রাজিলের বিপক্ষে লাওতারোরা এমন ঠাণ্ডা মাথায় খেলতে পারেন কি না!